Home জাতীয় খবর হাতির ভয়ে রাতের খাবার ফেলে ঘর ছাড়লেন গ্রামবাসীরা, সকাল হতেই অবরোধ

হাতির ভয়ে রাতের খাবার ফেলে ঘর ছাড়লেন গ্রামবাসীরা, সকাল হতেই অবরোধ

0
elephant attack

খাসডেস্ক, ত্রিপুরাঃ দাঁতালের (elephant) হাত থেকে মুক্তি চাই। বন্য দাঁতালের আক্রমণের হাত থেকে পরিত্রাণ পাওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ। ক্ষতিগ্রস্ত একাধিক এলাকাবাসী।

আরও পড়ুন :নিয়তি কি কেড়ে নিল নিলাদ্রীকে, ডাকাত দলের পরিকল্পনাতেই ছিল না ব্যারাকপুরের ছোট্ট সোনার দোকানটি

জানা গিয়েছে, খোয়াই ত্রিপুরা জেলা চাকমাঘাট ভূমিহীন কলোনি এলাকায় প্রায় নিত্যদিনই বন্য দাঁতালের আক্রমণের শিকার হচ্ছেন এলাকাবাসী। বন্য দাঁতাল দলের তান্ডবে নষ্ট হচ্ছে ঘরবাড়ি, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। পাশাপাশি আক্রান্ত হচ্ছেন এলাকাবাসীরাও।  কিছুদিন আগে বন্য দাঁতাল হাতির আক্রমণে গ্রামের এক ব্যক্তির মৃত্যুও হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন :বেসরকারি ব্যাঙ্কের নামে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার, সাইবার প্রতারণার শিকার পুলিশ আধিকারিকের আত্মীয়

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর পাড়াতেই সভা তৃণমূল কর্মচারী ফেডারেশনের, পাল্টা চ্যালেঞ্জ? উঠছে প্রশ্ন

স্থানীয় তেলিয়ামুড়া বন দফতরের কর্মীরা এর কোন স্থায়ী সমাধান করতে পারছে না বলে অভিযোগ। শুক্রবার রাতেও বন্য দাঁতালের দল চাকমাঘাট  ভুমিহীন কলোনি এলাকায় আক্রমণ চালায় বলে অভিযোগ। হাতির (elephant) দলের ভয়ে এলাকার লোকজন রাতের খাওয়া ফেলে নিজেদের বাড়িঘর ছেড়ে কোন প্রকারে পালিয়ে বেঁচেছেন। এরপরই বন্য দাঁতালের তান্ডব থেকে পরিত্রাণ পেতে শনিবার সকালে চাকমাঘাট  ভূমিহীন কলোনি এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে স্থায়ী সমাধানের দাবিতে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বন দফতরের আধিকারিককে। পরে পুলিশি হস্তক্ষেপে তেলিয়ামুড়া বন দফতরের তরফ থেকে বন্য দাঁতাল হাতির তাণ্ডব থেকে মানুষকে রক্ষা করতে স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণের আশ্বাসে দেওয়ার পর অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। ।

Exit mobile version