Home Breaking News বাংলাদেশিদের জন্য সুখবর, গেদে দর্শনা সীমান্তে ভিসা চালু করছে ভারত

বাংলাদেশিদের জন্য সুখবর, গেদে দর্শনা সীমান্তে ভিসা চালু করছে ভারত

0

খাস প্রতিবেদন: বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর৷ এবার গেদে দর্শনা সীমান্ত দিয়েও মিলবে ভারতে ঢোকার ছাড়পত্র৷ সূত্রের খবর, অবশেষে তিন বছর পর গেদে দর্শনা সীমান্ত দিয়ে প্রবেশের জন্য ভিসা চালু করতে চলেছে ভারত সরকার৷ স্বভাবতই, বিষয়টি প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বাংলাদেশি নাগরিকদের অন্দরে৷

সূত্রের খবর অনুযায়ী, প্রায় তিন বছর পর নদিয়ার গেদে-দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকেরা ভিসার অনুমতি পেতে পারেন ভারতবর্ষের হাইকমিশনারের পক্ষ থেকে। নদিয়ার সীমান্তবর্তী এলাকা গেদে৷ ঠিক তার ওপারেই রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের দর্শনা এলাকা। গেদে ও দর্শনা সীমান্ত দিয়ে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস। এছাড়াও বেশ কিছু পণ্যবাহী মালগাড়ি। তবে সাধারণ মানুষ ট্রেন ছাড়া পায়ে হেঁটেও দুই দেশের মধ্যে সরকারিভাবে ভিসা অনুমতি নিয়ে পারাপার করতে পারতেন পূর্ববর্তী সময়ে। কিন্তু বিগত তিন বছর ধরে বাংলাদেশ হাইকমিশনার ভারতীয়দের গেদে দর্শনা সীমান্ত দিয়ে টুরিস্ট ভিসার অনুমতি দিলেও ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের টুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল।

তবে মেডিকেল এমার্জেন্সি ভিসা অনুমতি ছিল। যার জেরে দুই দেশের নাগরিকদের পারাপারের জন্য চাপ পড়তো পার্শ্ববর্তী সীমান্ত এলাকা উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল সীমান্তে। এছাড়াও বিগত তিন বছর ধরে ভিসার অনুমতি বন্ধ থাকার কারণে সীমান্তবর্তী এলাকায় খেটে খাওয়া সাধারণ মানুষদের আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। সীমান্তবর্তী এলাকায় রয়েছে বেশ কিছু মানি এক্সচেঞ্জের অফিস৷ বেশ কিছু রেলের অধীনস্থ কুলি, হকার, খাবারের হোটেল এছাড়াও ভ্যান রিক্সার মালিকেরা। বিগত তিন বছর পর ভিসার অনুমতি স্বাভাবিক হওয়ার খবর শুনে তারাও খুশি।

আরও পড়ুন: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, রেলপথে জুড়ছে ইন্দো-চিন নাথুলা সীমান্ত

Exit mobile version