Home জেলার খবর ভোট পরবর্তী হিংসা: মৃত বিজেপি কর্মীর দাদার বয়ান নিল সিবিআই

ভোট পরবর্তী হিংসা: মৃত বিজেপি কর্মীর দাদার বয়ান নিল সিবিআই

0

সল্টলেক: ভোট পরবর্তী হিংসায় তদন্ত শুরু করেছে সিবিআই। এবার মৃত বিজেপি কর্মীর দাদাকে ডাক পাঠিয়েছিল সিবিআই। যার জেরে এদিন সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে এসেছিলেন মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। পাশাপাশি বিজেপি কর্মীর দাদার বয়ান রেকর্ড করে সিবিআই।

প্রসঙ্গত, এর আগে কাঁকুড়গাছিতে মৃত বিজেপি কর্মী অভিজিতের মায়ের বয়ান রেকর্ড করেছিল সিবিআই। মৃত বিজেপি কর্মী অভিজিতের মাকে একাধিক প্রশ্ন করে সিবিআইয়ের গোয়েন্দারা। কীভাবে মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ?? কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে?? তিনি এই বিষয়ে কি কি জানেন? তবে এই সমস্ত প্রশ্নের উত্তরই নাকি দিয়েছেন মৃত কর্মীর মা।

আরও পড়ুন-স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণা স্বামীর

 

এদিন বিশ্বজিৎ সরকার সিবিআই দফতর থেকে বেরিয়ে বলেছেন, “ভোট-পরবর্তী হিংসায় ভাইয়ের মৃত্যু তদন্তের বিষয়ে আমাকে ডাকা হয়েছিল। যে সমস্ত প্রশ্ন করেছে সিবিআইয়ের গোয়েন্দারা, তার উত্তর দিয়েছি। যারা পালিয়েছে নিশ্চয়ই তাদের সিবিআই ধরবে। তার জন্য আমাদের হাইকোর্টের যাওয়া। পুলিশ যে ব্যবস্থা নিতে পারেনি, সিবিআই সেটা পারবে। সিবিআই দোষীদের শাস্তি দেবে।”

উল্লেখ্য, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় কর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন বিজেপি কর্মী সরকারের পরিবার। বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, তৃণমূলের কর্মী নাই নাকি অভিজিৎ কে প্রাণে মেরেছে। এরপর কোর্টের নির্দেশে সিবিআই ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করেছে। তদন্ত শুরু করে বিজেপি কর্মীর পরিবারের একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছে সিবিআই।

Exit mobile version