Home অফবিট অতিমারীর দাপটে ম্লান উৎসব, ঐতিহ্য মেনে গড়াল রথের চাকা

অতিমারীর দাপটে ম্লান উৎসব, ঐতিহ্য মেনে গড়াল রথের চাকা

0

ব্যারাকপুর: অশোকনগর কাকপুল এলাকায় গোস্বামী পরিবারের অতি প্রাচীন রথযাত্রা অনুষ্ঠান করোনার মহামারীর কারণে একটু স্লান হলেও থামেনি রথের চাকা৷ সরকারি কোভিড বিধি মেনেই পালিত হচ্ছে রথযাত্রা। সকাল থেকেই গোস্বামী পরিবারে রথ যাত্রার পুজোপাঠ নিয়ে চলছে জোর প্রস্তুতি।

আরও পড়ুন: কাঠামোতে মাটি দেওয়ার কাজ শুরু হলেও মন ভাল নেই মৃৎশিল্পীদের

পরিবার সূত্রে জানা যায় আজ থেকে ৫২৫ বছরের আগে বাংলাদেশের যশোর এলাকায় গোস্বামী পরিবারের পূর্বপুরুষ দয়ারাম গোস্বামী পুজো শুরু করেছিলেন। পরিবারের দাবি, স্বপ্নাদেশ পেয়ে নদী থেকে তিনটি কাঠের টুকরো এবং একটি পাথর পেয়েছিলেন পূর্ব পুরুষেরা। পরে ওই কাঠ দিয়েই তৈরি করা হয় বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি। সেগুলি প্রতিস্থাপনও করা হয়। তারপরেই বাংলাদেশের বাড়িতে শুরু হয় পূজার্চনা।

আরও পড়ুন: রক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে সিআইডি

এর পরে দেশভাগের আগে গোস্বামী পরিবারের আরেক সদস্য সেবক গোস্বামী এপার বাংলায় মূর্তি নিয়ে চলে আসেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে মন্দির করে মূর্তি পূজার্চনা চলে। শেষমেষ কাঁক পুল এলাকায় গোস্বামী পরিবারের ৬০ বছর ধরে চলছে পুজো। প্রত্যেক বছর ভক্তদের অনেক সমাগম থাকলেও বিগত বছর এবং এই বছরে নেই সেই চেনা ছন্দ। করোনা আবহের কারণে সরকারি নির্দেশ মেনে চলছে পূজার্চনা এবং বিকেলে রথ যাত্রার অনুষ্ঠান। বাড়ির প্রত্যেক সদস্য সকাল থেকেই ব্যস্ত ঠাকুরের ভোগ তৈরি ও পুজোর সামগ্রী গোছাতে৷

Exit mobile version