Home জেলার খবর চালু হচ্ছে হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন

চালু হচ্ছে হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন

0

খাস খবর ডেস্ক: যাত্রীদের বিপুল চাপ সামাল দিতে হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল দক্ষিণ–পূর্ব রেল। লকডাউন পরবর্তী সময়ে রাজ্যের অন্যত্র নানা রুটে ট্রেন চালু হলেও হাওড়া–দিঘা ট্রেন চালু না হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকরাও ট্রেনের দাবিতে সরব হতে থাকেন। এই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখেই এই রুটে স্পেশাল ট্রেন চালু হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি থেকে এই ট্রেন চালু হবে বলে জানিয়েছে রেল।

বৃহস্পতিবার দক্ষিণ–পূর্ব রেল একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে হাওড়া–দিঘা ও দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন। তবে স্পেশাল ট্রেন বলা হলেও আদতে এটি তাম্রলিপ্ত এক্সপ্রেসের সময়সূচি মেনে চলবে। ০২২৫৭ হাওড়া–দিঘা ট্রেনটি প্রতিদিন সকাল ৬টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে দিঘা পৌঁছাবে। আবার ০২২৫৮ দিঘা-হাওড়া ট্রেনটি প্রতিদিন দিঘা থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছাড়বে। এটি হাওড়ায় পৌঁছবে দুপুর ১টা ৫৫ নাগাদ।

রেল সূত্রে খবর, যাত্রাপথে এই ট্রেনটি সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি এবং রামনগর স্টেশনে থামবে। মোট ১৪ কামরার এই ট্রেনে দুটি এসি চেয়ার কার এবং ১২টি জেনারেল চেয়ার কার থাকছে। দক্ষিণ–পূর্ব রেল জানিয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ট্রেনটি চালু থাকবে। কোভিড প্রোটোকল মেনে ট্রেনে যাতায়াত করতে হবে বলে জানিয়েছে রেল।লকডাউন পরবর্তী সময়ে প্রচুর পর্যটক সড়কপথেই দিঘায় ভিড় জমিয়েছেন। এই স্পেশাল ট্রেনটি চালু হওয়ায় পর্যটকদের সুবিধা হবে মনে করছেন দিঘার হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীরা।

Exit mobile version