Home জেলার খবর কালভার্ট সারাইয়ের দাবিতে রাজ্য সড়ক অবরোধ ঝাড়গ্রামবাসীর

কালভার্ট সারাইয়ের দাবিতে রাজ্য সড়ক অবরোধ ঝাড়গ্রামবাসীর

0

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: কংসাবতী ক্যানালের উপর ভগ্নপ্রায় জরাজীর্ণ কালভার্ট নতুন ভাবে তৈরির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে ঝাড়গ্রাম শহর ঢোকার মুখে কালবনির জঙ্গলের মাঝে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা।

জানা গিয়েছে, কালভার্ট সারাইয়ের দাবিতে আগেও পথ অবরোধ করেছিল গ্রামবাসীরা। গ্রামবাসীদের কালবনি থেকে নেদাবহড়া হয়ে অগুইবনি যাওয়ার প্রায় ১৩ কিলোমিটার রাস্তার দুই পাশে রয়েছে জঙ্গল ঘেরা বহুগ্রাম। রাস্তাটি প্রধান মন্ত্রী সড়ক যোজনার আয়তায় পিচ রাস্তা হয়েছে।

কিন্তু রাস্তার উপর কংসাবতী ক্যানালের কালভার্ট গুলি সেই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। ফলস্বরূপ ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের। তাই রাস্তা সারায়ের দাবিতে দিন কয়েক আগে পথ অবরোধ করেছিল কলাবনি, নেদাবহড়া , বিড়িহাঁড়ি সহ প্রায় পনেরো ,কুড়িটি গ্রামের বাসিন্দা।

এবিষয়ে গ্রামবাসীরা বললেন, “রবিবার ঝাড়গ্রামের এসডিপিও স্যারের কথায় পথ অবরোধ তুলে নিয়ে ছিলাম। কিন্তু কোন লাভ হয়নি। তাই আমরা বাধ্য হয়েই পুনরায় পথ অবরোধ করেছি। পথ অবরোধের দরুন ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়ক কলাবনির কাছে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি আটকে রয়েছে”।

এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন ঝাড়গ্রাম থানার পুলিশ ও আইসি পলাশ চট্টোপাধ্যায়।
পথ অবরোধকারী অনিল মাহাত বলেন, “যতক্ষণ না পর্যন্ত কালভার্ট সারাই হচ্ছে ততক্ষণ পথ অবরোধ চলবে”।

Exit mobile version