Home জেলার খবর দুর্নীতির মাঝেও তৃণমূলের ওপরেই ভরসা রাখল জনগণ, উপনির্বাচনে জয়ী TMC প্রার্থী

দুর্নীতির মাঝেও তৃণমূলের ওপরেই ভরসা রাখল জনগণ, উপনির্বাচনে জয়ী TMC প্রার্থী

0

বনগাঁ: রাজ্যজুড়ে বাড়ছে দুর্নীতি। একের পর এক হেভিওয়েট নেতার গ্রেফতারীতে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বনগাঁ-আসানসোল পুরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচনের ফল নিয়ে বিরোধীদের মধ্যে অনেকেই অনেক মন্তব্য করেছিল। কিন্তু সকলের আশায় জল ঢেলে সাধারণ মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC ) ওপরের ভরসা রাখল।

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

ইতিমধ্যেই বনগাঁ-আসানসোল পুরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আসানসোলের পাশাপাশি বনগাঁতেও সবুজের (TMC ) ঝড় বইছে। সেখানে উপনির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাপাই রাহা। ২ হাজার ৮৪২ ভোটে পাপাই রাহা জয়ী হন।

আরও পড়ুন- উপনির্বাচনে সবুজের ঝড়, দ্বিতীয় স্থানে বামেরা, BJP-র ঝুলিতে ‘হতাশা’

জানা গিয়েছে, বনগাঁ পুরসভার ওই ওয়ার্ডের উপ নির্বাচনে তৃণমূলের প্রতিদ্বন্দ্বীতা করছিলেন বিজেপি প্রার্থী অরিত্র কুমার পাল। যদিও এই উপনির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। বিজেপি প্রার্থী সিপিআইএম প্রার্থী প্রভাস পালকে হারিয়ে দেন।

অন্যদিকে, আসানসোলে গণনার শুরু থেকেই প্রথমে ছিল তৃণমূল এবং দ্বিতীয় স্থানে ছিল বামেরা। আসানসোল পুরনির্বাচনে মোট ভোট পড়েছে ৮ হাজার ৪৫৭ টি। এর মধ্যে তৃণমূল প্রার্থী, সিপিএম প্রার্থী, বিজেপি প্রার্থী এবং কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট যথাক্রমে ৬৬৮৩, ১২০৬, ৪৮৫ এবং ৮৩।

Exit mobile version