Home Breaking News মিড ডে মিলে কারচুপি, জেলে যেতে হবে ডিএম, বিডিওকে, হুঁশিয়ারি শুভেন্দুর

মিড ডে মিলে কারচুপি, জেলে যেতে হবে ডিএম, বিডিওকে, হুঁশিয়ারি শুভেন্দুর

0
Suvendu Adhikari

এগরা: প্রধানমন্ত্রী আবাস যোজনার পর এবার মিড ডে মিল৷ কেন্দ্রীয় প্রকল্পের হাল হকিকৎ খতিয়ে দেখতে আগামী ৩০ জানুয়ারি রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ টানা এক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে মিড ডি মিলের হাল হকিকৎ সরোজমিনে খতিয়ে দেখবেন তাঁরা৷ বুধবার পূর্ব মেদিনীপুরের এগরার ভবানীচকে একটি ক্লাবে সরস্বতী পুজোর উদ্বোধন করতে এসে এই তথ্য সামনে আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ রাজ্যের বিভিন্ন জেলার জেলা শাসক এবং বিডিওদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘‘মিড ডে মিলে কারচুপি প্রমাণিত হলে জেলে যেতে হবে!’’

শুভেন্দুর এমন হুঁশিয়ারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তো বটেই, চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক স্তরেও৷ পূর্ব মেদিনীপুরের এক বিডিও বলেন, ‘‘ক্রমাগত রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে৷ যেখানে যে ক্ষমতায় সেই চাপ তৈরি করছে৷ এভাবে চাপ তৈরি হলে আদতে আমাদের পক্ষে স্বাভাবিক কাজ করার পরিবেশ নষ্ট হবে৷’’ আরেক বিডিও-র কথায়, ‘‘ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক আক্রমণের ঘটনা বাড়ছে৷ এমন ভয় ভীতির পরিবেশে স্বাভাবিক কাজ করাটা সত্যি কঠিন৷’’

যদিও শুভেন্দুর অভয়, ‘‘সকলে নয়, বাচ্চাদের পাতের খাওয়ার চুরির ঘটনায় যারা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে তাদের জেলে যাওয়ার কথা বলছি!’’ একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, “কুন্তল ঘোষের কাছ থেকে ভাইপো নাম আসছে না কেন? ১০০ কোটি টাকা তুলেছে। ভাইপো ও ভাইপোর পিএ ৭৫% টাকা নিয়েছে। ১০ টি পাইভেট কলেজ তৈরি করেছে।’’ এরপরই শুভেন্দুর দাবি, ‘‘ভাইপোর পিএকে তুলে নিয়ে গেলেই সব তথ্য চলে আসবে।’’ এদিন সকালে নন্দীগ্রামে চলা গুলির ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে শুভেন্দু বলেন, ‘‘রাজ্যে আইল-শৃঙ্খলা নেই। পুলিশ কি করে বিজেপি কর্মীদের জব্দ করা যায় তার চেষ্টা চালাচ্ছে৷”

আরও পড়ুন: কালীঘাট থানা থেকে আসামী ছিনতাই করেছিলেন মমতা, বিস্ফোরক শুভেন্দু

Exit mobile version