Home জেলার খবর পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পুলিশে রদ-বদল ঘিরে বিতর্ক

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পুলিশে রদ-বদল ঘিরে বিতর্ক

0

নিজস্ব সংবাদদাতা, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার থানার আবারও রদ বদল। কাঁথি থানার আই সি কৃষ্ণেন্দু দত্ত বদলি হলেন। কাঁথি থানার নতুন আইসি হলেন অমলেন্দু বিশ্বাস। তিনি পুরুলিয়া ডিআইবি পদে নিযুক্ত ছিলেন। কৃষ্ণেন্দু দত্তকে পুরুলিয়া ডিআইবি পদে নিযুক্ত হলেন।

আরও পড়ুন পুলিশের সাহায্যে এতদিন ভোটে কারচুপি করে এসেছে তৃণমূল: শুভেন্দু

তালপাটি থানার ওসি হলেন গোপাল পাঠক। নন্দকুমার থানার ওসি ছিলেন। তালপাটি থানার ওসি শুভজিৎ সরকার হলেন ময়না থানার ওসি। নন্দকুমার থানার ওসি হলেন জলেশ্বর তেওয়ারি। ময়না থানার ওসি প্রনব রায় হলেন তমলুক ডিআইবি বদলি হলেন। যদিও এটা রুটিং মাফিক বদলি বলে জেলা পুলিশ সুপার সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, কাঁথি থানার আইসি কৃষ্ণেন্দু দত্তকে বদলির দাবিতে সোচ্চার হয়েছিলেন তৃণমূল নেতারা। এনিয়ে একাধিক থানা ঘেরাও করে বিক্ষোভের সামিল হয়েছিল তারা। আর সেই কারণে তড়িঘড়ি করেই কাঁথি থানার আইসি বদলি করা হল।

যদিও একাধিক থানা আইসি ও ওসি বদলি ঘিরে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কনিস্ক পণ্ডা বলেন, “থানায় আইসি ও ওসি বদল করে কিছু হবে না। সাধারণ মানুষে মনে গেরুয়া হয়ে গিয়েছে। নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে।”

Exit mobile version