Home জেলার খবর Civic Volunteer: কখনও গালিগালাজ, কখনওবা লকআপে ভরে দেওয়ার হুমকি, আতঙ্কে এলাকাবাসী

Civic Volunteer: কখনও গালিগালাজ, কখনওবা লকআপে ভরে দেওয়ার হুমকি, আতঙ্কে এলাকাবাসী

0

নদিয়া: সিভিক ভলেন্টিয়ারের তাণ্ডবে অতিষ্ঠ গোটা এলাকা। কখনও গালিগালাজ, কখনওবা লকআপে ভরে দেওয়ার হুমকি। সিভিক ভলেন্টিয়ারের অত্যাচারে রীতিমত আতঙ্কে ভুগছেব এলাকাবাসী। চাঞ্চল্যকর ঘটনাটি শান্তিপুর থানা এলাকার বাগচীর বাগান অদ্বৈত লেনের।

স্থানীয়দের অভিযোগ, ওই সিভিক পুলিশের অত্যাচারে এখন অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা এলাকা। ওই সিভিক ভলেন্টিয়ারের নাম শুভজিৎ বিশ্বাস, সে ওই এলাকাতেই থাকে। পাড়ায় লাল্টু নামে পরিচিত সে। নিজের পেশার সুযোগ নিয়ে কারণ-অকারণে এলাকার অধিকাংশ মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার অত্যাচারের হাত থেকে বাদ পড়েন না মহিলারাও। শুধু তাই নয়, এলাকার কেউ প্রতিবাদ করলে হাজতবাস করাব বলে হুমকি দেয় ওই সিভিক পুলিশ।

আরও পড়ুন-Attack on BJP: ফের বিজেপি কর্মীদের ওপর হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

ওই সিভিক ভলেন্টিয়ারের অত্যাচার সহ্য করতে না পেরে মঙ্গলবার ধৈর্যচ্যুত হয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় ওই এলাকার একাধিক পুরুষ ও মহিলারা। এছাড়াও শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এলাকার সাধারণ মানুষের দাবি, সিভিক ভলেন্টিয়ারের দীর্ঘদিনের অত্যাচার তারা আর কিছুতেই সহ্য করতে পারছেন না। পুলিশ যথাযথ ব্যবস্থা করুক। না হলে ওই সিভিক ভলেন্টিয়ারের অত্যাচারে এলাকা ছাড়তে বাধ্য হবেন এলাকার স্থানীয় মানুষ।

এবিষয়ে এক মহিলা বলেন, “লাল্টু খুবই বাড়াবাড়ি করছে। পাড়ার বড় ছোট কিছুই মানে না, মহিলাদের সম্মান করে না। খালি গালিগালাজ করে। আর কথায়-কথায় সারাক্ষণ জেলে ঢুকিয়ে দওয়ার হুমকি দিতে থাকে। শুধু আমি নয় আমাদের পাড়ার প্রত্যেকের সঙ্গে ও এমন করে। ওর সঙ্গে পাড়ার কেউ কথা বলে না। ওর অত্যাচারে আমরা রীতিমত অতিষ্ঠ হয়ে যাচ্ছি।”

Exit mobile version