Home আবহাওয়া বঙ্গে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তেই নিম্নচাপের সম্ভাবনা

বঙ্গে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তেই নিম্নচাপের সম্ভাবনা

0

খাস ডেস্ক: টানা গরমে নাজেহাল ছিল গোটা দক্ষিণবঙ্গ। এরপর স্বস্তি দিয়ে গত শনিবার থেকে বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণনঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।পাশাপাশি সপ্তাহান্তেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় পরিণত হতে পারে নিম্নচাপে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ ফের ঘূর্ণিঝড় ‘অশনি’ ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে বঙ্গে, একটা আশঙ্কা রয়েই যাচ্ছে।

আরও পড়ুন-Horoscope: আজ ভাগ্য ফিরবে কোন কোন রাশির, জেনে নিন শুক্রবারের রাশিফল

অন্যদিকে, ঘূর্ণিঝড় সম্পর্কে আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে ঘূর্ণাবর্তটি দক্ষিণ আন্দামান সাগর ও তার সন্নিহিত এলাকায় অবস্থান করছে। যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে ধীরে ধীরে একটি নিম্নচাপে পরিণত হবে, এমনটাই জানিয়েছে আইএমডি।

ইতিমধ্যেই আবহাওয়া দফতর ঘূর্ণাবর্তের প্রভাবে ৬ ও ৭ মে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আন্দামান দ্বীপপুঞ্জে। পাশাপাশি মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও আন্দামান সাগর এবং সন্নিগিত দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ৭ মের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া ভবন।

Exit mobile version