Home খাস খবর সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপণ বিশিষ্টদের

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপণ বিশিষ্টদের

0

অনুভব খাসনবীশ, কলকাতা: চলতি সপ্তাহের রবিবার বেলভিউ হাসপাতালে বেলা ১২টা বেজে ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা চলচ্চিত্র জগতের মহীরুহ সৌমিত্র চট্টোপাধ্যায়৷ তাঁর মৃত্যুতে অভিভাবকহীন হয়ে গেল বাংলা সংস্কৃতি জগৎ। অবশ্য শুধু বাংলাই নয়, তিনি ভারতেরও গর্ব।

তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপণ করেছেন বহুগুনিজন। সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র জানালেন,”তার মতো মানুষের মৃত্যু সবসময়েই ক্ষতির। আমার-জয়ের বিয়েতেও এসেছিলেন। একসঙ্গে বহু শো করেছি। ফলে ওনার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে।” স্টার জলসার ‘সুপার সিঙ্গার’-এ অতিথি হয়ে এসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেখানে বিচারক হিসেবে ছিলেন লোপামুদ্রা মিত্র।

ফেসবুকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন গায়িকা ইমন চক্রবর্তীও। হোয়াটসঅ্যাপেও তার ডিপিতে বাংলা সাংস্কৃতিক জগতের লেজেন্ড। প্রাক্তন সিনেমায় ‘তুমি যাকে ভালোবাসো’ গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী। সেই সিনেমাতে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও। যা আরও বেশি তৃপ্তি দেয় গায়িকাকে।

শ্রদ্ধা জানিয়ে অন্তরা চৌধুরিও ফেসবুকে লিখেছেন,”চিরশান্তিতে থাকো সৌমিত্র কাকু। তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে।” সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমা ‘কিনু গোয়ালার গলি’তে সঙ্গীত পরিচালনা করেছিলেন গায়িকার বাবা সলিল চৌধুরি।

শ্রদ্ধাজ্ঞাপন করেছেন শ্রীজাতও। লিখেছেন,”সারা জীবনের মতো একবারই এই মৃত্যুসাজ। অমরত্ব শুরু হল আজ।”

অভিনয় জগতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতিভা তাঁকে পদ্ম ভূষণ(২০০৪), দাদাসাহেব ফালকে(২০১২), লিজিও দ্য অনার(২০১৭, ফ্রান্স সরকার) এর মতো পুরস্কার এনে দিয়েছিল৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলে যাওয়াতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সাংস্কৃতিক জগতে।

Exit mobile version