Home ময়দান Euro Cup 2020: বেলজিয়ামের দাপটে ধরাশায়ী রাশিয়া, গোল করে এরিকসনের জন্য বিশেষ...

Euro Cup 2020: বেলজিয়ামের দাপটে ধরাশায়ী রাশিয়া, গোল করে এরিকসনের জন্য বিশেষ বার্তা লুকাকুর

0

খাস খবর ডেস্ক: শনিবার গোটা ফুটবল বিশ্ব উদ্বিগ্ন ছিল ক্রিশ্চিয়ান এরিকসেনের ঘটনা নিয়ে। ডেনমার্ক ও ফিনল্যান্ড ম্যাচে ঘটে যায় এক দুর্ভাগ্যজনক ঘটনা। ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন হঠাৎই অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েছিলেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে গোটা বিশ্ব। এরই মধ্যে গ্রুপ বি এর লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল রাশিয়া। বেলজিয়ামের রোমেলু লুকাকুর দুই গোলের সাহায্যে বেলজিয়াম ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের (ইউরো ২০২০) অভিযান শুরু করল রাশিয়াকে এক প্রকার ধরাশায়ী করে।

নিজের প্রথম গোলটি করার পর ডেনিশ খেলোয়াড় ক্রিশ্চিয়ান এরিকসনের জন্য ক্যামেরার সামনে একটি আবেগপূর্ণ বার্তা দেন লুকাকু। ম্যাচের দশ মিনিটের মাথায় গোল করার পরে তিনি টেলিভিশনের ক্যামেরার কাছে যান এবং দুটি হাত দিয়ে ধরে বললেন, “ক্রিস, ক্রিস, আমি তোমাকে ভালোবাসি।” লুকাকু ইতালিয়ান দল ইন্টার মিলানে এরিকসেনের সতীর্থ। বেলজিয়ামের ম্যাচ শুরু হওয়ার পরে জানা গিয়েছে যে এরিকসনের অবস্থা স্থিতিশীল। লুকাকুর পর ম্যাচের ৩৩ মিনিটে ক্রস থেকে বেলজিয়ামের হয়ে থমাস মিউনিয়ের দ্বিতীয় গোলটি করেন।

ফের লুকাকু ৮৮ মিনিটে তৃতীয় গোলটি করে শীর্ষস্থানীয় বেলজিয়ামের হয়ে একটি বড় জয় অর্জন করেছিল। ম্যাচ শুরুর আগে বেলজিয়ামের খেলোয়াড়রা এক হাঁটুতে বসে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে তাদের সমর্থন প্রকাশ করেছিলেন। আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে এরিকসনের। চিকিৎসক ও রেফারিদের সঠিক পদক্ষেপে আপাতত স্থিতিশীল রয়েছেন এরিকসন। দুঃশ্চিন্তা কিছুটা হলেও কেটেছে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version