Home ময়দান প্রাক্তনেই ভরসা রাখল রিয়াল, কার্লো আন্সেলোত্তিকে নয়া কোচ হিসেবে নিয়োগ

প্রাক্তনেই ভরসা রাখল রিয়াল, কার্লো আন্সেলোত্তিকে নয়া কোচ হিসেবে নিয়োগ

0

নিজেদের একটি হতাশাজনক মরসুমের পরে দলকে আবার ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা। রিয়াল মাদ্রিদ এবার তাদের দলের জন্য অভিজ্ঞ এক প্রাক্তন কোচকেই বেছে নিল। কার্লো আন্সেলোত্তিকে রিয়াল মাদ্রিদের নতুন কোচ মনোনীত করা হয়েছে। গত সপ্তাহে জিনেদিন জিদানের পদত্যাগের পরে, মঙ্গলবার স্প্যানিশ ক্লাব জানিয়েছে যে কার্লো আন্সেলোত্তি আগামী তিন মরসুমের জন্য কোচ হিসেবে রিয়াল মাদ্রিদে ফিরে আসছেন। ক্লাব এক বিবৃতিতে জানায়, “৬১ বছর বয়সী এই ইতালিয়ান যিনি ২০১৩ ও ২০১৫ সালের মধ্যে ক্লাবে প্রথম কোচিংয়ের সময় রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ২০১৪ জিতেছিলেন, তিনি তার নতুন চুক্তিতে সই করবেন এবং বুধবার প্রেসের মুখোমুখি হবেন।”

তবে কার্লো আন্সেলোত্তিকে ২০১৫ সালে ছেঁটে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। সেই বছর আন্সেলোত্তির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাবের সভাপতি হিসাবে কোচকে ছেঁটে ফেলেছিলেন ফ্লোরেন্টিনো পেরেজ। আন্সেলোত্তি এসি মিলানের সাথেও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে এবং পাঁচটি শীর্ষ ইউরোপীয় লিগেই কোচিংয়ে সাফল্য পেয়েছে। কার্লো আন্সেলোত্তি ২০১৯ সালের ডিসেম্বরে এভারটন দলে যোগ দিয়েছিলেন এবং ইংলিশ ক্লাব ও তার অনুরাগীদের “তারা সবাই আমাকে যে অসাধারণ সমর্থন দিয়েছে” সেই কারণে ধন্যবাদ জানিয়েছেন।

এভারটনের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেছেন, “আমি যখন এভারটনে থাকা উপভোগ করেছি, তখন আমাকে একটি অপ্রত্যাশিত সুযোগ দেওয়া হয়েছে, যা আমার এবং আমার পরিবারের জন্য সঠিক সময় বলে আমি বিশ্বাস করি।” ইংলিশ ক্লাব জানিয়েছে যে তারা অবিলম্বে একজন নতুন পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। রিয়াল জিদানের অধীনে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, কিন্তু প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের পিছনে থেকে লা লিগায় দ্বিতীয় স্থান অর্জনের পরে কোনও ট্রফি ছাড়াই ২০২০-২১ মরশুম শেষ করতে হয়েছিল। এক দশকেরও বেশি সময় পর দলের প্রথম ট্রফিহীন মরশুমের পর গত সপ্তাহে পদত্যাগ করেন জিনেদিন জিদান। তার পরিবর্তে এখন কার্লো আন্সেলোত্তির সঙ্গে নয়া অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ।

Exit mobile version