Home ক্রিকেট চেন্নাই বনাম মুম্বইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্ব

চেন্নাই বনাম মুম্বইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্ব

0

খাস খবর ডেস্ক: আইপিএল এর ১৪ তম আসর আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আবারও শুরু হতে চলেছে। আইপিএল ২০২১ এর আসরে বায়ো বাবলে করোনাভাইরাস প্রবেশের কারণে লিগ মাঝপথেই স্থগিত করতে হয়েছিল বিসিসিআইকে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আইপিএল ২০২১ -এর দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচটি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা হবে। এরপর ২০ সেপ্টেম্বর আবুধাবিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ।

বাকি ৩১ টি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির দুবাই, আবুধাবি ও শারজাহতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের ম্যাচগুলি আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে খেলা হবে। ১০ অক্টোবর প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে। এর পরে, ১১ অক্টোবর শারজাহতে এলিমিনেটর ম্যাচটি খেলা হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার্সের ম্যাচটি খেলা হবে তার ঠিক দু’দিন পরে অর্থাৎ ১৩ অক্টোবর।

আরও পড়ুন: টোকিও অলিম্পিক: অসিদের দাপটে ছন্দপতন ভারতের, ১-৭ গোলে লজ্জাজনক হার

রইল গোটা সূচী:

আরও পড়ুন: রৌপ্যপদক জয়ের উপহার, মীরাবাঈকে আজীবন ফ্রি পিজ্জা দেবে ডোমিনোস

ভারতে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মাঝে খেলা আইপিএল ২০২১ এর সময় টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল। বায়ো বাবলে করোনার কেস আসার পরে মে মাসের প্রথম সপ্তাহে স্থগিত করা হয়েছিল। আইপিএল ২০২১ এর প্রথম পর্বে ২৯ টি ম্যাচ খেলা হয়েছিল। যদিও আইপিএল ২০২১ -এর দ্বিতীয় পর্বে বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে।

Exit mobile version