Home ক্রিকেট ভারতে জায়গা নেই, ইংল্যান্ডের হয়ে মাঠে নামবে RP Singh -র ছেলে

ভারতে জায়গা নেই, ইংল্যান্ডের হয়ে মাঠে নামবে RP Singh -র ছেলে

0

স্পোর্টস ডেস্ক: ভারতের প্রাক্তন পেস বোলার সিনিয়র রুদ্র প্রতাপ সিংয়ের (RP Singh) ছেলে হ্যারি সিংকে এখন ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে দেখা যাবে। শ্রীলঙ্কা অনূর্ধ্ব -১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ড অনূর্ধ্ব -১৯ দলে নির্বাচন করা হয়েছে হ্যারিকে। হ্যারি ল্যাঙ্কাশায়ার দলের দ্বিতীয় একাদশের ওপেনার হিসেবে খেলছেন। তার বাবা আরপি সিং একজন পেস বোলার হলেও হ্যারি ব্যাটার হিসেবেই খেলেন। আরপি সিং ভারতের হয়ে মোট ৫৯ টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং ২১ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন।

আরপি সিং সিনিয়র (RP Singh) ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম ওয়ানডে খেলেছিলেন। তিনি তার কেরিয়ারে এই সিরিজে দুটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেন এবং এরপর আর কখনও তাকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। আরপি সিং তার অভিষেক ম্যাচে কপিল দেবের সঙ্গে বোলিং করেন। তিনি ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাবের কোচিং অ্যাসাইনমেন্টের জন্য ১৯৯০ সালে ইংল্যান্ডে চলে যান।

আরও পড়ুন: নাইট রাইডার্স ও সিএবির যৌথ উদ্যোগে ইডেনে শিবির

জুনিয়র আরপি সিং বলেছেন, “কিছুদিন আগে আমরা ইসিবি থেকে ফোন পেয়েছি যে হ্যারিকে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত করা হয়েছে। যে দল শ্রীলঙ্কার অনূর্ধ্ব -১৯ দলের বিপক্ষে হোম সিরিজ খেলবে। এটা সহজ হবে না, আপনার কিছুটা ভাগ্য দরকার এবং আপনাকে প্রচুর রান করতে হবে। যাতে আপনি শীর্ষ স্তরে পৌঁছাতে পারেন। আমি ৯০ -এর দশকে অনেক ক্রিকেটারকে দেখেছি, যারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে, কিন্তু ভারতের হয়ে খেলার সুযোগ পেতে ব্যর্থ হয়েছে।

Exit mobile version