Home ময়দান ইস্টবেঙ্গল ছাড়বেন দেবজিৎ মজুমদার, চেন্নাইন এফসিতে যোগ দেওয়া নিয়ে শুরু জল্পনা

ইস্টবেঙ্গল ছাড়বেন দেবজিৎ মজুমদার, চেন্নাইন এফসিতে যোগ দেওয়া নিয়ে শুরু জল্পনা

0
debjit-majumder-join chennaiyin-fc

 

কলকাতা: ক্লাব-ইনভেস্টর সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল ক্লাব। এর ফলে একের পর এক ক্ষতি হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবেরই। অপেক্ষা করতে করতে কিছুটা হতাশ ও বিরক্ত হয়ে পড়ছেন লাল-হলুদ লের ফুটবলাররাও। আগামী মরশুমেও এসসি ইস্টবেঙ্গল বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদারকে রাখতে চাইছিল। বর্তমানে ইস্টবেঙ্গল শিবিরে ক্লাব-ইনভেস্টর তরজায় ক্লাবের ভবিষ্যৎ অন্ধকার। এই কঠিন পরিস্থিতিতে কোনও ফুটবলারকে সই করাতে পারবে না ক্লাব। সেই কারণে বেশিদিন অপেক্ষা করতে চাইছেন না দেবজিৎ।

দেবজিৎ এর কাছে ছিল আইএসএল ক্লাব ওড়িশা এফসির অফার। এবার সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে, আইএসএল এর দুইবারের বিজয়ী দল চেন্নাইন এফসি বড়সড় অফার করেছে দেবজিৎকে। মোটা অঙ্কের অফার পেয়ে চেন্নাইন এফসিতে দেবজিৎ এর যোগ দেওয়া প্রায় নিশ্চিত। গত মরশুমের আইএসএলে ভালো পারফর্ম করেছিলেন এসসি ইস্টবেঙ্গলের দেবজিৎ মজুমদার। ৩৩ বছর এই বয়সী এই গোলকিপার মোট ১৫ টি ম্যাচ খেলে ৫০ টি সেভ দিয়েছিলেন।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে থেকে ধৈর্য্য হারাচ্ছেন ব্রাইট, হাতে রয়েছে দুই আইএসএল ক্লাবের অফার

ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করতে করতে দলে থাকা ফুটবলাররা অন্য দলে চলে যাচ্ছেন। দেবজিৎ এরও চেন্নাইন এফসিতে যোগ দেওয়া কেবল সময়ের অপেক্ষা। চেন্নাইন এফসি তরুণ বাঙালি ফরোয়ার্ড রহিম আলিকে টার্গেট করেছিল এসসি ইস্টবেঙ্গল, সেও হাতছাড়া হল। মঙ্গলবার ইস্টবেঙ্গল ছাড়লেন লেফট ব্যাক ভারতীয় তারকা নারায়ণ দাস। ব্রাইট এনোবাখারের সামনেও রয়েছে দুই আইএসএল ক্লাবের চুক্তি। আদৌ কোন দিকে গড়াবে ইস্টবেঙ্গলের ভাগ্য তা সময়ই বলবে।

Exit mobile version