Home ময়দান অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত বিসিসিআইর

অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত বিসিসিআইর

0

মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২০র আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিল। আইপিএল স্থগিত করা হল অনির্দিষ্টকালের জন্য। জানা যায় করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশ জুড়ে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

সংবাদ সংস্থা এএনআই অনুযায়ী করোনা পরিস্থিতির জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের আইপিএল গভার্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আইপিএল ২০২০ স্থগিত করার। আইপিএল স্থগিত করা হয় অনির্দিষ্টকালের জন্য।

উল্লেখ্য, মার্চ মাসের ২৯ থেকে শুরু হওয়ায়র কথা ছিল ২০২০র আইপিএল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Exit mobile version