Home Breaking News ২১ জুলাইয়ের সমাবেশে বাস ভর্তি লোক না হলে কাউন্সিলরকে দেখে নেওয়ার হুমকি...

২১ জুলাইয়ের সমাবেশে বাস ভর্তি লোক না হলে কাউন্সিলরকে দেখে নেওয়ার হুমকি নেতার

0

আসানসোল: ২১ জুলাইয়ের সমাবেশে এলাকা থেকে বাস ভর্তি লোক নিয়ে যাওয়া চাই৷ তা না হলে ফিরে এসে কাউন্সিলরকে দেখে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা৷ ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও ক্লিপিংস৷ যদিও খাসখবর এই ভিডিওর সত্যতা যাচাই করেনি৷ ঘটনাটি বর্ধমানের কুলটির৷

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কুলটির তৃণমূল নেতা বিমান আচার্য বক্তব্য রাখতে গিয়ে বলছেন, ‘‘আমি এবং উজ্জ্বল চট্টোপাধ্যায় কেউই আসানসোলের নেতাদের পাত্তা দিই না।’’ খানিক থেমে তাঁকে বলতে শোনা যায়, ‘‘২১ জুলাই কুলটির প্রতিটি ওয়ার্ড থেকে দুটো করে বাস ভর্তি করে লোক নিয়ে যেতে হবে। যে কাউন্সিলর এটা করবেন না তার ওয়ার্ডে যাতে কাজ না হয় তার ব্যবস্থা করা হবে।’’

ভাইরাল হওয়া ভিডিওয় তৃণমূল নেতা বিমান আচার্যকে আরও বলতে শোনা যাচ্ছে, ‘‘শুধু কাউন্সিলরের দায়িত্ব নয়, সবাইকে চেষ্টা করতে হবে৷ ২১ জুলাইয়ের সমাবেশে লোক নিয়ে যাওয়ার দিক থেকে আমরা আসানসোলের নেতাদের টেক্কা দেব৷ কুলটিকে ফার্স্ট হতে হব৷ প্রতিটি ওয়ার্ডে ২ টো করে বাস থাকবে৷ ১০-১২ জন নিয়ে গেলে হবে না৷ প্রতিটি বাসকে ফুল করতে হবে৷ ওয়ার্ডের সভাপতি, সভানেত্রী সবাইকে সেজন্য ওয়ার্ডে প্রচারে নামতে হবে৷ ওয়ার্ডে ঠিক ভাবে প্রচার হচ্ছে কি না, সেটা আমরা খোঁজ খবর নেব৷ চেষ্টা করব সেই ওয়ার্ডের কাউন্সিলর যাতে কোনও কাজ করতে না পারে তার ব্যবস্থা করার৷’’

একই সঙ্গে কর্মীদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, ‘‘আপনাদের হাত জোর করে বলছি, আপনারা প্লিজ দেখিয়ে দিন আমার আর উজ্জ্বলের কত দম৷ আমাদের কেউ হঠাতে পারবে না, ২১ জুলাইয়ের সমাবেশে লোক দিয়ে আপনাদের সেটা প্রমাণ করতে হবে৷’’ অন্যদিকে দলের সাধারন সম্পাদক তথা আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক জানিয়েছেন, ‘‘এই ধরনের কথা বলার কোনও এক্তিয়ার কারও নেই৷ তিনি যদি বলে থাকেন সেটা তার ব্যাক্তিগত ব্যাপার। তবে দলের এই ধরনের কোনও নির্দেশ নেই।’’

বিষয়টিকে ঘিরে এলাকার রাজনৈতিক মহলে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ প্রশ্ন উঠছে, দলের গোষ্ঠী কোন্দল বন্ধ করতে যখন বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নির্দেশ জারি করছেন সেখানে জেলায় জেলায় কেন এমন রেষারেষি? কেনই বা লোক দিয়ে নিজেদের ক্ষমতা জাহিরের চেষ্টা? টিপ্পনির সুরে স্থানীয় এক সিপিএম নেতার কটাক্ষ, ‘‘রাজ্যকে বিরোধী শূন্য করার যে ওরা জারি রেখেছে তার ফল এটাই৷ এতে অস্বাভাবিকের কিছু নেই!’’

আরও পড়ুন: TET Scam: অরিজিনাল শিক্ষকের খোঁজে জারি হল নোটিস

Exit mobile version