Home পোস্ট এডিট ‘সৌমিত্র স্মরণে’, মোমের মূর্তি গড়ে শ্রদ্ধা ভাস্কর সুশান্ত রায়ের

‘সৌমিত্র স্মরণে’, মোমের মূর্তি গড়ে শ্রদ্ধা ভাস্কর সুশান্ত রায়ের

0

খাসখবর ডেস্ক: আসানসোলের সুশান্ত রায়। পেশায় ভাস্কর, মোমের মূর্তি গড়েন। তাঁর হাতে যেন জীবন্ত হয়ে ওঠেন কিংবদন্তিরা। এবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোমের মূর্তি বানিয়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি।

আরও পড়ুন প্রয়াত অভিনেতা সুশান্তকে নতুন রূপে হাজির করলেন বাঙালি শিল্পী সুশান্ত

কয়েকমাস আগে শিরোনামে উঠে এসেছিলেন সুশান্ত সিং রাজপুতের মূর্তি বানিয়ে। এবার কিংবদন্তি অভিনেতার মূর্তি বানালেন তিনি। স্থানীয় বিদ্যাসাগর আর্ট গ্যালারীতে স্থান হয়েছে মূর্তিটির। গত উনিশে ডিসেম্বর রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ওই মূর্তি উদ্বোধন করেন।

বছর পঁয়ষট্টির সুশান্তবাবুর খ্যাতি বিশ্বজোড়া। নিউটাউন ইকো পার্কের উল্টোদিকের ‘মাদার ওয়াক্স মিউসিয়াম’এ স্থান পেয়েছে তাঁর বানানো ভাস্কর্য। অল্প খরচে মূর্তি বানানোর দক্ষতা জন্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে পৃথিবী বিখ্যাত ‘মাদাম তুসোর মিউসিয়ামে’র তরফ থেকে।

তাঁর বানানো মারাদোনার ভাস্করের প্রশংসা করে গিয়েছিলেন স্বয়ং ফুটবলের রাজপুত্র। তাঁর বানানো মোমের মূর্তি সঙ্গে নিয়ে গিয়েছেন সচিন তেন্দুলকর।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মাত্র তিন মাসের মাথায় অভিনেতার মূর্তি গড়েছিলেন তিনি। এবার সময় নিলেন মাত্র ৪৫ দিন। যদিও তাঁর কথায় বছর পাঁচেক আগের থেকেই পরিকল্পনা করছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মূর্তি বানানোর। যদিও সুযোগটা আসে তাঁর প্রয়াণের পরেই। তারপর তার দেরী করেননি তিনি। মাত্র দেড় মাসেই প্রাণ দিয়েছেন কিংবদন্তির মোমের মূর্তিকে।

Exit mobile version