Home অফবিট  আইফোনের বদলে ডেলিভার হল সাবান, চক্ষু চড়কগাছ নেটিজেনদের

 আইফোনের বদলে ডেলিভার হল সাবান, চক্ষু চড়কগাছ নেটিজেনদের

0

খাস খবর ডেস্ক: অনলাইনে কেনাকাটা করলে ভুল জিনিসপত্র বাড়ি চলে আসা অস্বাভাবিক কিছু নয়। হামেশাই দেখা যায়, অর্ডার করা হয়নি এমন জিনিসপত্র বাড়ি পাঠিয়েছে ই-কমার্স সংস্থা। তবে এবার আইফোন অর্ডার করে মিলল বাসন মাজার সাবান এবং পাঁচ টাকার একটি কয়েন।

একেবারেই ভুল পড়েননি। এমনই ঘটেছে কেরলে। সেই রাজ্যের আলুভার বাসিন্দা নুরুল আমিন অ্যাপল আইফোন অর্ডার করেছিলেন। অপেক্ষা করছিলেন, কবে তা হাতে পাবেন। তবে হাতে আইফোন পাওয়া তো দূর অস্ত। শেষমেশ যা পেলেন, তা অবিশ্বাস্য। আইফোনের বাক্সে বাসন মাজার সাবান সহ পাঁচ টাকার কয়েন পেয়েছেন নুরুল। এরপর যা হওয়ার তাই! নুরুল সেই ছবি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, যথারীতি ভাইরালও হয়।

পোস্টটিতে দেখা যায়, আইফোনের বাক্সে সবুজ রঙের একটি ভিম ডিশ বার রয়েছে। পাশেই রয়েছে একটি সোনালি পাঁচ টাকার কয়েন৷ যে স্মার্টফোনের দাম ৭০ হাজার টাকার কাছাকাছি৷ তার বদলে এই সাবান পেয়ে স্বাভাবিকভাবেই চক্ষু চড়কগাছ হয় নুরুলের। অভিযোগ জানান তিনি। অভিযোগ পত্র অনুযায়ী, অ্যামাজন পে কার্ড মারফত আইফোন অর্ডার করেন নুরুল। ১৫ তারিখ তিনি ওই ডেলিভারিটি হাতে পান। হাতে পেয়েই বাক্স খোলার ভিডিও করেন তিনি৷ দেখা যায়, মোবাইল তো নয়ই, বেরিয়ে এল সাবান, পাঁচটাকার কয়েন।

এই মর্মে ব্যবস্থা নিতে শুরু করেছে সাইবার পুলিশ স্টেশনও। এক আধিকারিক বলেন, ‘আমরা অ্যামাজন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তেলেঙ্গানার বিক্রেতার সঙ্গেও কথা বলি। আইএমইআই নম্বর দেখে বুঝতে পারি, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে এই ফোনটি ব্যবহার করা হচ্ছে। যে অর্থ দিয়ে নুরুল ফোনটি কিনেছেন, তা নিশ্চয়ই তাঁকে ফিরিয়ে দেওয়া হবে।’

Exit mobile version