Home আন্তর্জাতিক ভারত-আমেরিকার সম্পর্ক মজবুত করতে আবারও মুখোমুখী হতে চলেছেন মোদী-বাইডেন

ভারত-আমেরিকার সম্পর্ক মজবুত করতে আবারও মুখোমুখী হতে চলেছেন মোদী-বাইডেন

0

নয়াদিল্লি: করোনার প্রভাব কমতেই ফের বিদেশ সফর শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কেবল নমোই নন অনান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও আসছেন ভারতে। মোদী বিশেষ করে নজর দিয়েছেন আমেরিকার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করতে আবারও মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মোদী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে দ্বিতীয় ব্যক্তিগত কোয়াড শীর্ষ সম্মেলনের জন্য জাপান সফরে যাবেন। সেখানেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বুধবার এমনটাই জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গঠিত, কোয়াড ছিল ট্রাম্প প্রশাসনের একটি উদ্যোগ যেটি জো বাইডেন উচ্চ স্তরে উন্নীত করেছেন। এখনোও পর্যন্ত তিনটি শীর্ষ সম্মেলন হয়েছে, তার মধ্যে দুটি ভার্চুয়াল। বৈঠকের প্রসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি যে এই শীর্ষ সম্মেলনটি গণতন্ত্র প্রদান করতে পারে এবং এই চারটি দেশ একত্রে কাজ করা একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের নীতিকে রক্ষা ও সমর্থন করবে।”

আরও পড়ুন- কলকাতার এন্টালি থেকে পাকিস্তানের ISI-র হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, গ্রেফতার দুই

মার্কিন জাতীয় নিরাপত্তা জানিয়েছেন বাইডেন টোকিওতে থাকাকালীন এই অঞ্চলের জন্য একটি নতুন এবং উচ্চাভিলাষী অর্থনৈতিক উদ্যোগও চালু করবেন, ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) যা ২১ শতকের অর্থনৈতিক ব্যবস্থা হবে এবং নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ডিজাইন করা হবে। আইপিইএফ চালু করার জন্য জাপানের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে উত্তর-পূর্ব এশিয়া পর্যন্ত বেশ কয়েকটি ইন্দো-প্যাসিফিক অংশীদারের নেতারাদের সঙ্গে বৈঠকে জো বাইডেন সঙ্গে ব্যক্তিগতভাবে যোগ দেবেন। জাপানে পৌঁছানোর আগে একটি শীর্ষ বৈঠকের জন্য দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা রয়েছে জো বাইডেনের।

Exit mobile version