Home জাতীয় খবর Petrol-Diesel Price: পুজোর মুখে ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেল, মাথায় হাত আমজনতার

Petrol-Diesel Price: পুজোর মুখে ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেল, মাথায় হাত আমজনতার

0

খাস খবর ডেস্ক: লাগাতার বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। পুজোর মুখে পেট্রপণ্যের একটানা দাম বৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির আশঙ্কা প্রবল। মাথায় হাত আমজনতার। বহু আগেই সেঞ্চুরি ছাড়িয়েছে পেট্রল। ডিজেলেরও সেঞ্চুরির গণ্ডি ছোঁয়া সময়ের অপেক্ষা মাত্র। ইতিমধ্যে সারা দেশে পেট্রোলের দাম ৩০ পয়সা এবং ডিজেলের দাম ৩৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ Durga puja: মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

শনিবার, কলকাতায় পেট্রলের দাম ১০৪ টাকা ৫২ পয়সা প্রতি লিটার। ডিজেলেরও দাম বেড়ে হয়েছে লিটারে ৯৫ টাকা ৫৮ পয়সা। দিল্লিতে পেট্রল ১০৩ টাকা ৮৪ পয়সা প্রতি লিটার এবং ডিজেল লিটার প্রতি ৯২.৪৭ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বইয়ে পেট্রল এবং ডিজেলের দাম সারা দেশে রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। মুম্বইতে পেট্রল ১০৯.৮৩ টাকা প্রতি লিটার এবং ডিজেল ১০০.২৯ টাকা প্রতি লিটারে ছুঁয়েছে। চেন্নাইয়ে পেট্রলের দাম ১০১ টাকা ২৭ পয়সা, ডিজেল ৯৬ টাকা ৯৩ পয়সা প্রতি লিটারে বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃAccident: চোখের সামনে গর্ভজাতকে পিষে দিল বাস, বাকহারা জননী

সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম। দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে একটি বড় অংশের মানুষের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। করোনার জেরে গত বছর একটানা লকডাউনের ফলে একাধিক ছোট-বড় সংস্থা বন্ধ হয়েছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। সংসার চালাতে বাধ্য হয়েই পেশা বদলেছেন অনেকে। এই পরিস্থতিতে দিনের পর দিন ধরে দাম বেড়েই চলেছে পেট্রোপণ্যের। যার সরাসরি প্রভাব পড়ছে বাজারদরে। অতিমারীর এই কালে বাজার আগুন।

Exit mobile version