Home জাতীয় খবর “লালু ছাড়া বিহার চলতে পারে না”, টুইট কন্যা রোহিণীর

“লালু ছাড়া বিহার চলতে পারে না”, টুইট কন্যা রোহিণীর

0
Bihar

পাটনা: বিজেপি যতই বিহারে (Bihar ) জেডিইউ-র সঙ্গে সম্পর্ক ঠিক থাকার কথা বলুক না কেন তা যে একেবারেই নয় তা স্পষ্ট হয়ে গিয়েছে সাম্প্রতিক ঘটনায়। বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের ফাটল চওড়া হওয়ার মধ্যেই ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য। বিজেপির সঙ্গে ছাড়ার প্রসঙ্গ উঠতেই একটি গানের লাইন দিয়ে টুইট করেছেন। লালুকে ছাড়া বিহার চলতে পারে না বলেই দাবি করেছেন লালু কন্যা।

রোহিণী আচার্য একটি ভোজপুরি গানের ভিডিও টুইট করেছেন। লালু প্রসাদ যাদব যিনি নিজে না থাকলেও পরোক্ষ ভাবে তাঁরই তৈরি দল জেডিইউ-র বিহার শাসনের কথা মনে করিয়ে দিয়েছেন। টুইটে লালু কন্যা লিখেছেন, “অভিষেকের জন্য প্রস্তুতি নিন, লণ্ঠন বাহক আসছে,” লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নির্বাচনী প্রতীক, লণ্ঠনের কথাই উল্লেখ করেছেন রোহিণী আচার্য। সূত্ররে খবর নীতিশ কুমার আজ বিজেপির হাত ছেড়ে RJD-Congress-Left-র সমর্থনে নতুন সরকার গঠন করতে পারেন। এই প্রসঙ্গে জানিয়ে ভাল, লালুর হাতে ক্ষমতা না থাকলেও নীতিশের সঙ্গে জোট বাঁধতে তাঁর দল আরজেডি বড় ভূমিকা নেবে।

আরও পড়ুন- বিহারে পতন হল এনডিএ সরকারের, ইস্তফা দিলেন নীতীশ কুমার

এখানেই শেষ নয় বাবাকে নিয়ে রোহিণী টুইটে আরও লিখেছেন, “তাঁর বিশ্বাস আকাশের উচ্চতার চেয়েও উঁচু। তিনি মানুষের গর্ব।” আরও একটি টুইটে বাবা কিংমেকার বলে দাবি করেছেন। কেবল লালু নয় তেজস্বী যাদবকে নিয়েও মন্তব্য করে বলেছেন, “তেজস্বীকে ছাড়া কোনো অগ্রগতি হতে পারে না।” তেজস্বী যাদব, এখন বিধানসভার বিরোধী দলের নেতা। ২০১৫ সালের বিহারে (Bihar ) নির্বাচনের পর নীতীশ কুমারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তবে যাই হোক বর্তমানে নীতিশ ইস্তফা দেওয়ার পর বিজেপির চাপ বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

 

Exit mobile version