Home কলকাতা Breaking Traffice Rules: ভাঁড়ার শূন্য, তাই কি জরিমানা আদায়ে বাড়়তি তৎপরতা পুলিশের

Breaking Traffice Rules: ভাঁড়ার শূন্য, তাই কি জরিমানা আদায়ে বাড়়তি তৎপরতা পুলিশের

0

কলকাতা: চলতি সপ্তাহেই নতুন ট্রাফিক আইন এনেছে কলকাতা পুলিশ। যার ফলে বেড়েছে জরিমানার পরিমাণ। কিন্তু জরিমানা বাড়ার পরও আদায় হওয়া অর্থের পরিমাণ আগের তুলনায় অনেক বেশী।

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, নতুন ট্রাফিক আইন লাগু হওয়ার পর প্রথম দিনেই আইনভঙ্গের মামলা দায়ের হয়েছে ১ হাজার ৯১৫ টি। জরিমানা বাড়ালে রাস্তায় যানবাহনের ক্ষেত্রে অপরাধের মাত্রা কমবে, এই ভেবেই নতুন আইন আনা হয়। কিন্তু যে পরিমাণ অর্থ আদায় হয়েছে তাতে হতবাক ওয়াকিবহাল মহল। প্রথম দিন থেকে এখনও পর্যন্ত আদায় করা মোট অর্থের পরিমাণ ১৪ লক্ষ ৪৪ হাজার টাকা।

আরও পড়ুন: Bikash Bhavan: শুভেন্দুর স্টাইলে বিকাশভবনের সামনে থেকে গ্রেফতার হবু শিক্ষকদের

এদিকে, জরিমানা আদায়ে ট্রাফিক পুলিশের অধিক তৎপরতা ঘিরে সমালোচনা শুরু হয়েছে নেটিজেনদের মনে। অনেকেই বলছেন, রাজ্যের ভাঁড়ার শূন্য, তাই জরিমানা আদায় করে কিছুটা পূরণ করার চেষ্টা চলছে। নেটিজেনদের একাংশই প্রশ্ন তুলেছেন, রাজ্যকোষ ভরাতে অনৈতিকভাবে জরিমানা নেওয়া হচ্ছে না তো?

আরও পড়ুন: Post-Poll Violence: অভিযুক্তদের জালে আনতে মোটা টাকার টোপ ফেলল সিবিআই

গত বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে আর্থিক সংকটের কারণে পেনশন বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। অন্যদিকে, গত তিন মাসে প্রায় কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়েছে নবান্ন। গত শনিবার সামাজিক উন্নয়ন খাতে বিশ্বব্যাংক ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে রাজ্যকে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মত প্রকল্পগুলিকে ঋণের টাকায় চালানোর খবর ছড়াতেই তীব্র আলোচনা শুরু হয়েছিল এই নেটিজেনদের মনে।

Exit mobile version