Home কলকাতা KMC: বন্ধ হয়ে গেল পেনশন, মাথায় হাত কর্মীদের

KMC: বন্ধ হয়ে গেল পেনশন, মাথায় হাত কর্মীদের

0

কলকাতা: ব্যাপক হারে অর্থ সংকট। বন্ধ হল কলকাতা পুরসভার পেনশন। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভার তরফে এই ঘোষণা করা হয়।

আরও পড়ুন: Exclusive: ‘সময় থাকলে আমি এখন প্রেম করতাম’- অকপট যীশু সেনগুপ্ত

হঠাৎ কেন এই সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর পুরসভার ভারপ্রাপ্ত কর্মীরা এবং ঠিকানা কর্মীদের মাথায় হাত পড়েছে। কারণ, বিগত ৮ থেকে ৯ মাস তাঁরা তাঁদের প্রাপ্য বেতন পাননি। এই পরিস্থিতিতে কবে সেই টাকা পাবেন একপ্রকার জটিলতা দেখা দিয়েছে। যদিও, আর্থিক অবস্থা যাতে দ্রুত ঠিক করা যায় তার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: মোদী সমালোচনায় মুখর হামিদ আনসারি, দোলাচল দিল্লির রাজনীতিতে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বরের পর যেসব পুরকর্মী অবসর নিয়েছেন, তাঁদের পেনশন আপাতত দেওয়া যাচ্ছে না। আর্থিক সংকটের কারণও গোপন করা হয়নি বিজ্ঞপ্তিতে। এই মুহূর্তে ২২ হাজার স্থায়ী কর্মী রয়েছেন কলকাতা পুরসভায়। তাঁদের বেতন দেয় রাজ্য সরকার। আর ২৬ হাজার অস্থায়ী কর্মীর পারিশ্রমিকের দায়িত্ব পুরসভার। এই সব কর্মীদেরও বেতন আটকে রয়েছে। ফলে সবমিলিয়ে পুরসভার ভাঁড়ারে যে কতটা টান পড়েছে তা ভালোই বোঝা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মেয়র পদে বসেন ফিরহাদ হাকিম। শপথ নেওয়ার দিনই তিনি জানিয়েছিলেন, বিপুল দেনা মাথায় নিয়ে মেয়রের চেয়ারে বসছেন, আর্থিক টানাটানির মধ্যেই তাঁকে কাজ চালিয়ে যেতে হবে। যা কঠিন চ্যালেঞ্জের বিষয়।

তবে দায়িত্ব নিয়েই সমাধানের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন ফিরহাদ। রাজ্য সরকারের কাছে ৭০০ কোটি টাকা দেওয়ার আবেদন জানান। পাশাপাশি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফে ২০০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। এভাবেই বকেয়া পূরণ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন মেয়র।

Exit mobile version