Home কলকাতা নেতাজি বিতর্কে নয়া মোড়, দিল্লির বাতিল ট্যাবলো দেখা যাবে বাংলায়

নেতাজি বিতর্কে নয়া মোড়, দিল্লির বাতিল ট্যাবলো দেখা যাবে বাংলায়

0

কলকাতা: নেতাজি ট্যাবলো বিতর্কে নয়া মোড়৷ রেড রোড থেকে তেমনই ইঙ্গিত দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের বঞ্চনা এবং নেতাজি আবেগকে একই বন্ধনীতে রেখে মোদী সরকারের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন কৌশলী হুঁশিয়ারি, ‘‘নেতাজির ট্যাবলো আপনারা বাতিল করেছেন, খুব ভাল কথা! কিন্তু আমরা নেতাজির সম্মানার্থে ওই ট্যাবলো আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে প্রদর্শিত করব।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার ট্যাবলো প্রত্যেকবার শীর্ষে থাকে। সেই হিংসা থেকেই বাতিল করে দেওয়া হয়। তবে শুধু এবছর নয় আগের বারও ট্যাবলো বাতিল করে কেন্দ্র।

মোদী সরকার রাজ্যের চাপে ইন্ডিয়া গেটে নেতাজীর মূর্তি তৈরি করছে একথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, নেতাজির মূর্তি তৈরি করলেই ডিউটি শেষ হয়না। রেড রোডে নেতাজির মূর্তি ৩৬৫ দিন প্রাণবন্ত।

প্রসঙ্গত, ট্যাবলো প্রসঙ্গে কেন্দ্র-রাজ্যের বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত৷ কেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির ট্যাবলো বাদ দেওয়া হল, তার কারণ জানতে চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। এরই মাঝে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার জেরে নেতাজি আবেগের মতো স্পর্শকাতর ইস্যুতে কেন্দ্রের বিড়ম্বনা কতটা বাড়ল তা নিয়েও ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চ্চা৷

Exit mobile version