Home কলকাতা মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের জল্পনা, ‘কুন্তল-মানিক-তাপস লুকিয়ে নেই তো’

মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের জল্পনা, ‘কুন্তল-মানিক-তাপস লুকিয়ে নেই তো’

0

কলকাতা: মাধ্যমিকের দ্বিতীয় দিনে শেষ হল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি পরীক্ষা। এরই মধ্যে এক চাঞ্চল্যকর বিষয় উসকে দিচ্ছে নানা জল্পনা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের টুইট ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এদিন সুকান্ত মজুমদার নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ইংরেজির কিছু প্রশ্নপত্রের পোস্ট শেয়ার করেন। লেখেন, ‘আজ মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।’

আরও পড়ুন: ক্যম্পাসে গরহাজির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ উপাচার্য, ২৪ ঘন্টা অতিক্রম আন্দোলনের

সুকান্ত’র পাশাপাশি এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যও নিজের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন। তাঁর দাবি, ‘মাধ্যমিকে ইংরেজির প্রশ্নপত্র কি ফাঁস হল? দ্রুত খোলসা করুক পর্ষদ। এসবের মধ্যেও কোনও কুন্তল তাপস মানিক লুকিয়ে নেই তো?’ যদিও এগুলি আসলেই মাধ্যমিকের প্রশ্নপত্র কি না তা এখনও পরিষ্কার নয়।

উল্লেখ্য, মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেন সুকান্ত মজুমদার। এবার তাঁর টুইট প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে নতুন জল্পন তৈরি করল। যদিও এখন পর্ষদের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

আরও পড়ুন: মদমত্ত অবস্থায় মহিলাকে এলোপাথাড়ি কোপ, শেষমেশ পুলিশের কাছে আত্মসমর্পণ অভিযুক্তের

Exit mobile version