Home কলকাতা দশ বছরে প্রথমবার চাকা গড়াল মেট্রোর, প্রস্তুতির অভাবে বেহাল দশা মহড়া দৌড়ে 

দশ বছরে প্রথমবার চাকা গড়াল মেট্রোর, প্রস্তুতির অভাবে বেহাল দশা মহড়া দৌড়ে 

0

কলকাতা: পুজোর আগে মহড়া দৌড় সেরে ফেলার প্রস্তুতির নির্দেশ দিতেই শেষ মুহূর্তের কাজ শুরু হয়েছিল। দীর্ঘ দশ বছরে প্রথমবার শনিবার নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের রুবি মোড় পর্যন্ত মেট্রো দৌড়াল। কিন্তু তাড়াহুড়োর জেরে প্রথমবারেই বারবার থমকাল চাকা।

শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে শুরু হয় মহড়া দৌড়। উড়ালপথে ওঠার সময় কাঠের কোনও বস্তুর সঙ্গে ধাক্কা লাগে, লাইন থেকে ভগ্নাংশ পরিষ্কার করতেই সময় পেরিয়ে যায় প্রায় এক ঘন্টা। এরপর রুবি পর্যন্ত গিয়ে ফিরে আসে। কিন্তু পুরো রাস্তায় একাধিকবার মেট্রো থামিয়ে থামিয়ে লাইনের পাশে পড়ে থাকা জিনিস সরানো হয়েছে বলেও খবর। শুরু থেকেই চোখে পড়ছিল নানা সমস্যা। সব মেট্রো স্টেশনে পৌঁছালেও আলাদা আলাদা ভাবে দরজা খোলার ঝুঁকি নিতে চায়নি কর্তৃপক্ষ। এদিন মেট্রোর সর্বোচ্চ গতিবেগ ছিল ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। মেট্রোর মহড়া দৌড়ের সাক্ষী হতে ভিড় জমেছিল আমজনতার।

আরও পড়ুন: গরীব হতে পারি, কিন্তু মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি হতে পারব না, বলেছিলেন অঙ্কিতা

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কয়েক দফা মহড়া দৌড়ের পর সিগন্যালিং ব্যবস্থা ছাড়া মেট্রো পরিষেবা শুরু করার জন্য রেলওয়ে সেফটি কমিশনারের কাছে আবেদন জানানো হবে। আগামী এক মাসের মধ্যেই এই আর্জি দেওয়া হবে এবং সব ঠিক থাকলে চলতি বছর নভেম্বর মাস থেকে সাধারণ মানুষের জন্য মেট্রো পরিষেবা চালু করা হবে।

Exit mobile version