Home কলকাতা Bikash Bhavan: বন্ধ স্কুল, পড়ুয়াদের মন ফেরাতে নয়া উদ্যোগ রাজ্যের

Bikash Bhavan: বন্ধ স্কুল, পড়ুয়াদের মন ফেরাতে নয়া উদ্যোগ রাজ্যের

0

কলকাতা: করোনা অতিমারির জেরে বহুদিন বন্ধ ছিল স্কুল। গত বছর শেষের দিকে স্কুল খুললেও করোনার নতুন ভ্যারিয়েন্টের জেরে ফের বন্ধ হয়েছে স্কুলের দরজা। এই পরিস্থিতিতে মানসিক দিক থেকে ভেঙে পড়ছে পড়ুয়ারা। তাদের মনোবল বাড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য শিক্ষা দফতর।

করোনা কালে স্কুল বন্ধ থাকায় টানা দু বছর ধরে বাড়ি বসে পড়ুয়ারা যে মানসিক দিক থেকে দুর্বল হয়েছে এ কথা আগেই জানিয়েছিল বিশেষজ্ঞ মহল। স্বীকার করেছে শিক্ষা দফতরও। এই পরিস্থিতিতে বিকাশ ভবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েবিনার। এই সেশনের নাম দেওয়া হয়েছে ‘উজ্জীবন’।

বিকাশ ভবন সূত্রে খবর, আগামী রবিবার, ২৩ জানুয়ারি থেকেই ওয়েবিনার শুরু হবে। জুম কলের মাধ্যমেই চলবে ওয়েবিনার। ফেসবুক, ইউটিউবেও লাইভ চলবে। সেইসময় যোগ দিতে পারবে পড়ুয়ারা। কোনও ভাবে লাইভ মিস হয়ে গেলে সেভ করা লাইভ দেখে নেওয়ার ব্যবস্থাও থাকবে।

উল্লেখ্য, ২০২০ সালের প্রথম দিকেই করোনা কাঁটায় বন্ধ হয় স্কুল। গত বছর ১৫ নভেম্বর থেকে ফের স্কুল শুরু করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্রমণ বাড়তে থাকায় গত ৩ জানুয়ারি থেকে ফের স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। যদিও, আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল চালু করার পরিকল্পনা করছে নবান্ন।

Exit mobile version