Home বিনোদন ‘হইচই অ্যাওয়ার্ড’- এ বছর শুরু

‘হইচই অ্যাওয়ার্ড’- এ বছর শুরু

0

অর্পিতা দাস: ২০২০- এর বেশিরভাগ সময়টা আমরা বাড়িতে কাটালেও বাড়িতে বাড়িতে ‘হইচই’ হয়েছে খুব। না মানে আমরা বা আপনারা সেই ভাবে না করলেও, মূলত করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিক্রম চ্যাটার্জী, সৌরভ দাসের মত অভিনেতা অভিনেত্রীরা।

আরও পড়ুন তারকাদের স্মৃতিচারণায় এক অন্যরকম তর্পণ করতে চলেছে হইচই

২০২০- এর সেরা পারফরমারস দের নিয়ে সম্প্রতি হয়ে গেল ‘হইচই অ্যাওয়ার্ডস ২০২০’। প্যানডেমিক এর কারণেই ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা বেড়েছে অনেক বেশি, দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে নতুন নতুন ওয়েব সিরিজ, অরিজিনালস। সেইসব কনটেন্ট এর মধ্যে এবার সেরার সেরা বেছে নিল হইচই।

অরিজিনালস- এর মধ্যে পারফরম্যান্স অফ দ্যা ইয়ার মেল এবং ফিমেল সম্মান পেলেন বিক্রম চ্যাটার্জী (তানসেনের তানপুরা) এবং স্বস্তিকা মুখার্জি (তাসের ঘর)। বাংলা ছবির মধ্যে পারফরম্যান্স অফ দ্যা ইয়ার মেল এবং ফিমেল সম্মান পেলেন অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামি ও রবিবার) এবং জয়া আহসান (কন্ঠ ও রবিবার)।

দুর্দান্ত অভিনয় এর জন্য ব্রেকথ্রু পারফরম্যান্স অফ দ্যা ইয়ার পেলেন প্রিয় মন্টু অর্থাৎ সৌরভ দাস (মন্টু পাইলট)। আউটস্ট্যান্ডিং ফার্স্ট অ্যাপিয়ারেন্স অন হইচই মেল ফিমেল সম্মান পেলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা (কেস জন্ডিস) এবং তুহিনা দাস (দময়ন্তী ও ব্রেক‌আপ স্টোরি) ও রূপসা চ্যাটার্জি (তানসেনের তানপুরা)। হইচই’স মোস্ট লাভড ক্যারেক্টার সম্মান পেলেন অনির্বাণ চক্রবর্তী (একেন বাবু)।

হইচই কাপল অফ দ্যা ইয়ার সম্মান পেলেন মধুমিতা ও অর্জুন (love আজ কাল পরশু)। দা মোস্ট ওয়াচড মুভি,অরিজিনাল ফিল্ম এবং ওয়েবসিরিজ হল যথাক্রমে দ্বিতীয় পুরুষ, তাসের ঘর এবং তানসেনের তানপুরা। চরিত্রহীন খ্যাত নয়না গাঙ্গুলী হলেন হ‌ইচ‌ই মোস্ট ওয়ান্টেড এবং last but not the least বাংলার খোকা থেকে ডিটেক্টিভ অনির্বাণ ভট্টাচার্য হলেন হইচই most Desired.

Exit mobile version