Home বিনোদন সোনু সুদের বাড়িতে আয়কর দফতরের হানার প্রতিবাদ নেটপাড়ায়, ক্ষুব্ধ অনুরাগীরা

সোনু সুদের বাড়িতে আয়কর দফতরের হানার প্রতিবাদ নেটপাড়ায়, ক্ষুব্ধ অনুরাগীরা

0

পূর্বাশা দাস: আজ সকাল থেকে ট্যুইটারে ট্রেন্ডিং ছিল বয়কট শাহরুখ খান হ্যাশট্যাগ। এর পাশাপাশি আরও একটি হ্যাশট্যাগও আজ সকলের নজর কেড়েছে। সেটি হল আই স্ট্যান্ড উইদ সোনু সুদ। বর্তমানে আরও একবার খবরের শিরোনামে গরিবের মসিহা সোনু সুদ।

গত কয়েকদিন ধরেই আয়কর দফতরের কর্তাদের তীক্ষ্ণ নজরদারিতে রয়েছেন সোনু। প্রথমে তাঁর অফিসে হানা দেওয়ার পর অভিনেতার বাড়িতেও হানা দেন আয়কর কর্তারা। কুড়ি ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। সোনুর আর্থিক লেনদেনের বিভিন্ন নথিপত্র খুঁটিয়ে দেখেছেন আয়কর কর্তারা।

অতিমারি এবং করোনাকালের লকডাউনে কার্যত ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সোনু। গত এক বছরের বেশি সময় ধরে করোনা অতিমারীতে একের পর মানবিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন বলি অভিনেতা সোনু।

আরও পড়ুন: নয়া বিতর্কের সম্মুখীন বলিউড বাদশা, ট্যুইটারে ট্রেন্ডিং বয়কট শাহরুখ খান’

কখনও তিনি পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়েছেন, কখনও দুঃস্থ-গরিব মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন, আবার কখনও করোনা চিকিৎসার জন্য অক্সিজেন সহ প্রয়োজনীয় ওষুধপত্রেরর ব্যবস্থা করেছেন। দেশজুড়ে তাঁর অগণিত ভক্তকূল তাঁকে নিয়ে গর্বিত। কিন্তু সোনুর অফিস এবং বাড়িতে আয়কর হানার কারণে যারপরনাই ক্ষুব্ধ অনুরাগীরা।

Exit mobile version