Home ক্রাইম বাড়ছে অনুপ্রবেশ, প্রশ্নের মুখে ভারত-বাংলাদেশের সীমান্ত সুরক্ষা

বাড়ছে অনুপ্রবেশ, প্রশ্নের মুখে ভারত-বাংলাদেশের সীমান্ত সুরক্ষা

0

বসিরহাট: রয়েছে কাঁটাতার৷ রয়েছে সশস্ত্র রক্ষীর প্রহরাও৷ তারপরেও ভারত-বাংলাদেশ সীমান্তে ( border) বন্ধ করা যাচ্ছে না অনুপ্রবেশ৷ কারও অভিযোগ নয়, খোদ বিএসএফের স্ট্যাটাস রিপোর্টই বলছে এই কথা৷ সূত্রের খবর,সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে গত পাঁচ দিনে ১৫ জন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন৷ তারপরেও যে অনুপ্রবেশ প্রবণতা বন্ধ হয়নি তার প্রমাণ আজ সকালে বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্ত৷

আজ সকাল বেলা ওই এলাকা দিয়ে দু’জন বাংলাদেশী ভারতে ঢুকে পড়েছিলেন৷ সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। জওয়ানদের দাবি, এরপরই জেরায় ভেঙে পড়েন এই দুই মহিলা৷ সীমান্তে অনুপ্রবেশের কথা স্বীকার করে নেন৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জওয়ানেরা ধৃত দুই বাংলাদেশিকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

বস্তুত, সম্প্রতি হিঙ্গলগঞ্জে ইছামতি নদীতে বিএসএফের অত্যাধুনিক তিনটি আউটপোস্ট জলযান উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। সীমান্ত ( border)  নিরাপত্তা আরও জোরদার করার ওপর জোর দিয়েছিলেন। কিন্তু তারপরেও যে সীমান্ত সুরক্ষা নজরদারিতে ফাঁক রয়েছে তা এই ঘঠনা থেকে আবারও স্পষ্ট হলে বলেই মনে করা হচ্ছে৷ যদিও জওয়ানদের দাবি, তাঁদের নিরাপত্তা আঁটসাটো রয়েছে বলেই ৫ জিনে ১৫ জনকে গ্রেফতার করতে পেরেছে৷ তবে এই প্রবণতা যে ভাল লক্ষ্মণ নয়, তা মানছেন গোয়েন্দারাও৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কাঠগড়ায় বিজেপি বিধায়কের কন্যা

downloads:https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

Exit mobile version