Home ক্রাইম চলন্ত ট্রেনে মদ খাইয়ে নাবালিকাকে গণধর্ষণ, ৮ বছর পর সাজাপ্রাপ্ত অভিযুক্ত তিন...

চলন্ত ট্রেনে মদ খাইয়ে নাবালিকাকে গণধর্ষণ, ৮ বছর পর সাজাপ্রাপ্ত অভিযুক্ত তিন জওয়ান 

0

হাওড়া: নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল তিন জওয়ানের বিরুদ্ধে।‌ ঘটনার আট বছর পর হল সাজা ঘোষণা। অবশেষে বিচার পেল নির্যাতিতার পরিবার।‌‌

আরও পড়ুন: সিসোদিয়াকাণ্ডের মাঝেই AAP সাংসদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শিশু সুরক্ষা কমিশনের 

দিনটি ছিল ২০১৫ সালের ২৭ ডিসেম্বর। অভিযুক্ত পঙ্কজ কুমার, বালকরাম যাদব ছিলেন বিএসএফের কর্মী এবং তৃতীয় অভিযুক্ত মঞ্জরিশ ত্রিপাঠী ছিলেন সেনাকর্মী। ঘটনার দিন নির্যাতিতা নাবালিকা লুধিয়ানা যাওয়ার জন্য হাওড়া-অমৃতসর এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটেছিল। কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে ভিড় থাকার কারণে মিলিটারি কামরা ফাঁকা থাকায় সেই কামরায় উঠে পড়ে। চলন্ত ট্রেনে নাবালিকাকে একা পেয়ে তাকে জোর করে মদ খাইয়ে দফায় দফায় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জিআরপি মধুপুর থেকে নির্যাতিতাকে উদ্ধার করে। এক অভিযুক্তকে ওইদিনই হাতেনাতে ধরা হয়। কয়েকদিনের মধ্যে গৌহাটি রেজিমেন্ট সেনা ক্যাম্প থেকে অভিযুক্ত বাকি ২ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা, পথচারী প্রৌঢ়কে আঘাত, আহত ৫

সোমবার হাওড়া জেলা পকসো কোর্টে এই মামলার শুনানি ছিল। বিচারক ধৃত পঙ্কজ কুমার এবং বালকরাম যাদবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। আরেক জওয়ান মঞ্জরিশ ত্রিপাঠির ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছরের কারাদন্ডের সাজা ঘোষণা করেন।

Exit mobile version