Home ক্রিকেট এবার ইডেনে খেলতে দেখা যাবে সহবাগ-কাইফদের

এবার ইডেনে খেলতে দেখা যাবে সহবাগ-কাইফদের

0

বিশ্বদীপ ব্যানার্জি: ফের বসতে চলেছে এলএলসি (LLC) অর্থাৎ লেজেন্ড লিগ ক্রিকেটের আসর। তবে এবারে ওমানে নয়, ভারতে আয়োজিত হবে প্রতিযোগিতাটি। শুধু তাই নয়, মোট ৬টি শহরে খেলা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতার নামও।

আরও পড়ুন: ৯ বছর পর গর্ভধারিনী মায়ের সঙ্গে দেখা হল মুম্বই ইন্ডিয়ান্সের তারকার 

গত জানুয়ারিতে ওমানে আয়োজিত হয়েছিল লেজেন্ড লিগ ক্রিকেটের উদ্বোধনী সংস্করণ। তাতে ভারতের হয়ে খেলতে দেখা গিয়েছিল কাইফ-পাঠানদের মত একাধিক প্রাক্তনীকে। না খেললেও স্কোয়াডে ছিলেন বীরেন্দ্র সহবাগ। অর্থাৎ এবারে তাঁরা ক্রিকেটের নন্দনকানন— ইডেনে নামতে চলেছেন। কলকাতা ছাড়া আর যে পাঁচটি শহরকে বেছে নেওয়া হয়েছে; যথাক্রমে লখনউ, দিল্লি, কটক, যোধপুর এবং রাজকোট। ইন্সটাগ্রামে সম্প্রতি এই ঘোষণা করেছে এলএলসি (LLC) কর্তৃপক্ষ।

জানা যাচ্ছে, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা‌। ফাইনাল ৮ অক্টোবর। এও জানা গিয়েছে, দলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতবার মোট ৩টি দল অংশ নিয়েছিল। ইন্ডিয়া মহারাজা, এশিয়া লায়ন্স এবং ওয়ার্ল্ড জায়ান্টস। এবারে এই তিন দল ছাড়াও আরও একটি দল অংশ নিতে চলেছে। যদিও এই নতুন দলটির নাম এখনও পর্যন্ত সামনে আনা হয়নি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

সব মিলিয়ে ৬০ এরও অধিক ক্রিকেটার এলএলসি-র দ্বিতীয় আসরে অংশ নিতে চলেছেন। রবি শাস্ত্রী প্রতিযোগিতাটির কমিশনার। তাঁর কথায়, “লিগের দ্বিতীয় আসরকে ঘিরে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া আসছে। বিশ্বের সমস্ত কিংবদন্তি ক্রিকেটার ফের একত্রিত হতে চলেছেন।” এদিকে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ ম্যাচ আয়োজিত হতে চলেছে। তাতে অংশ নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Exit mobile version