Home করোনা দিল্লি সরকার ‘অসুখী গার্লফ্রেন্ডের’ মতো আচরণ করতে পারে না, হাইকোর্টকে জানাল কেন্দ্র

দিল্লি সরকার ‘অসুখী গার্লফ্রেন্ডের’ মতো আচরণ করতে পারে না, হাইকোর্টকে জানাল কেন্দ্র

সংক্রমণের ব্যাপক বৃদ্ধির মধ্যেই দিল্লির একাধিক হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের আকাল দেখা দিয়েছে৷

0

নয়াদিল্লি: দেশজুড়ে সুনামির মতো আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ৷ সংক্রমণের ব্যাপক বৃদ্ধির মধ্যেই দিল্লির একাধিক হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের আকাল দেখা দিয়েছে৷ অক্সিজেন চেয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করেছে সরোজ সুপারস্পেশালিটি হাসপাতাল৷ সেই পিটিশনের শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, দিল্লি সরকার ‘অসুখী গার্লফ্রেন্ডের’ মতো আচরণ করতে পারে না৷

পিটিশনে সরোজ হাসপাতাল জানিয়েছে, ৭০ জন রোগীর অবস্থা সঙ্কটজনক৷ তারা ইনটেনসিভ কেয়ারে রয়েছে৷ আরও ৪৮ জন রোগী ইনভেসিভ এবং নন ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে৷ তাজের চিকিৎসায় হাই ফ্লো অক্সিজেন দরকার৷ কিন্তু হাসপাতালের কাছে যে পরিমাণ অক্সিজেন মজুত রয়েছে তা দিয়ে সাকুল্যে ঘণ্টাখানেক সময় চলবে৷ তারপর অক্সিজেনের আকাল দেখা দেবে৷ তাই অবিলম্বে অক্সিজেন চেয়ে হাইকোর্টে পিটিশন দাখিল করে সরোজ হাসপাতাল৷

মামলার শুনানির সময় কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, অক্সিজেন ট্যাঙ্কার যাতে দিল্লি পৌঁছায় তার জন্য সব ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র৷ শুনানির সময় আদালতে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরাও বলেন, ‘‘গতকাল রাতেই ১০০ মেট্রিক টন অক্সিজেন পাঠানো হয়েছে হাসপাতালগুলিতে৷’’ তখন সলিসিটর জেনারেল বলেন, অক্সিজেন পরিবহণে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ অফিসারদের দেওয়া হয়েছে৷ চাহিদার সময় আমাদের সময়কে দায়িত্ববোধের পরিচয় দিতে হবে৷’’ আদালত সব শুনে বলে, তাহলে স্বাস্থ্যমন্ত্রকের আরও সক্রিয় হওয়া প্রয়োজন৷ সেটা শুনে সলিসিটর জেনারেল বলেন, ‘‘অতৃপ্ত গার্লফ্রেন্ডের মতো আচরণ না করে দিল্লি সরকারের উচিত কথা বলা৷’’

দেশে করোনার প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অক্সিজেনের চাহিদাও বাড়ছে৷ কেন্দ্র দিল্লিকে যতটা সম্ভব সাহায্য করছে৷ কেন্দ্রের তরফে আদালতকে জানানো হয়, উত্তরাখণ্ডের প্ল্যান্ট থেকে অক্সিজেন পাচ্ছে দিল্লি৷ কিন্তু উত্তরাখণ্ডেও কেসের সংখ্যা বাড়ছে৷ রাজস্থান ও উত্তরপ্রদেশেও সংক্রমণ বেড়েই চলেছে৷ সবাই অক্সিজেন সিলিন্ডার চাইছে৷ তাই সব দিক মাথায় রেখে অক্সিজেন বণ্টন করা হচ্ছে৷ কোনও কিছুই এক পক্ষের ইচ্ছায় হচ্ছে না৷

অন্যদিকে অক্সিজেন সরবরাহ ও টিকাকরণের জন্য কেন্দ্রকে একটি নির্দিষ্ট ‘জাতীয় পরিকল্পনা’ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রেও কেন্দ্রকে একটি নির্দিষ্ট পরিকল্পনা নিতে বলেছে শীর্ষ আদালত৷ এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট৷ আগামিকাল রয়েছে শুনানি৷

Exit mobile version