Home Breaking News রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

0

কলকাতা: অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে রাজ্যে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকছে ৭০ কোম্পানি, বিএসএফ ১৩ কোম্পানি, সিআইএসএফ ২৫ কোম্পানি, আইটিবিপি ২০ কোম্পানি এবং এসএসবি থাকছে ৪১ কোম্পানি।

ইতিমধ্যেই রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এলাকাভিত্তিক রুটমার্চ করার পাশাপাশি এরিয়া ডমিনেশনের কাজও শুরু করে দিয়েছে তারা। শহরের পাশাপাশি গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জওয়ানরা।

কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তাদের আশা, এখন থেকে নিয়মিত এলাকায় রুটমার্চ চালাতে পারলে সাধারণ মানুষের ভয় ভীতি অনেকখানি কাটানো সম্ভব হবে৷ অতীতে কি ধরণের হুমকি, ভয়-ভীতির সম্মুখীন হতে হত বা এখনও হতে হচ্ছে তা নিয়েও ভোটারদের সঙ্গে আলাদা করে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনীর কর্তারা।

এর পাশাপাশি রাজ্যে যে ১২৫ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে তাদের বিন্যাস সম্পূর্ণভাবে বদলে ফেলা হচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এই দুটি জেলায় ৬০ এর বেশি বিধানসভা আসন আছে। তাৎপর্যপূর্ণভাবে দুই জেলাতেই তৃণমূলের ব্যাপক প্রাধান্য রয়েছে।

কলকাতা এবং মুর্শিদাবাদ জেলাতেও আধাসেনার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। রাজ্যের সব জেলার উপদ্রুত এলাকায় যাতে সমানভাবে বাহিনী মোতায়েন করা যায় সেই লক্ষ্যেই ১৭০ কোম্পানি আধাসেনা আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার কমিশনের তরফে তা নেওয়া হবে। ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে এবং সেই সংখ্যাটা হাজার কোম্পানিও ছাড়িয়ে যেতে পারে।

সোমবার কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠানোর কথা নবান্নকে চিঠি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই চিঠিতে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার বন্দোবস্ত করা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

প্রসঙ্গত, ২৭ মার্চ থেকে ভোট গ্রহণ শুরু রাজ্যে৷ নজিরবিহীনভাবে এবার আট দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে৷ শেষ দফার ভোট হবে ২৯ এপ্রিল। ফলাফল ঘোষণা ২ মে৷

Exit mobile version