Home Breaking News ঝোঁপ থেকে উদ্ধার সদ্যজাত কন্যা সন্তান: প্রশ্নের মুখে আমি, আপনি

ঝোঁপ থেকে উদ্ধার সদ্যজাত কন্যা সন্তান: প্রশ্নের মুখে আমি, আপনি

0

কলকাতা: সাত সকালে রাজপথের ঝোঁপ থেকে উদ্ধার হল সদ্যজাত কন্যা সন্তান৷ খোদ কলকাতার উপকন্ঠে রাজারহাট এলাকার এই ঘটনায় সামনে উঠে আসছে একাধিক প্রশ্ন৷ অসংযমী যৌন জীবনের নিটফল? নাকি এখনও ‘নারী পুরুষ সমানে’র তত্ত্ব আমি আপনি মুখে আউড়ালেও তা আজও আমাদের মননে ঠাঁয় পাইনি? যার জেরে প্রশ্নের মুখে আধুনিক সমাজের মান-হুঁশ৷

আরও পড়ুন: মদনের ডেরায় পার্টি অফিস লক্ষ্য করে গুলি-বোমাবাজি, জখম মহিলা ও শিশু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রাজারহাট থানা এলাকার কাজিয়াল পাড়ার পিন্টু সাহার বাড়ির পিছনে ঝোঁপ থেকে উদ্ধার হয় একটি সদ্যোজাত কন্যা সন্তান। কেউ ওই সদ্যজাত শিশুটিকে ফেলে যায়। বাচ্চার কান্নার শব্দ শুনে ঘুম ভাঙে বাড়ির মালিক পিন্টু সাহার। ওই কন্যা সন্তানটিকে উদ্ধার করার পর বিষয়টি রাজারহাট থানায় জানান পিন্টুবাবু৷

আরও পড়ুন: EXCLUSIVE: এক মেসেজেই লাখপতি, হুলস্থুল কাণ্ড ভগবানপুরে

পুলিশ ঘটনাস্থলে এসে ওই কন্যা সন্তানকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরজিকর হাসপাতালে পাঠায়। কিভাবে ওই সদ্যোজাত কন্যা সন্তানটি এখানে এল বা কারা ফেলে গেলেন, সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে রাজারহাট থানার পুলিশ। আপাতত ওই শিশুটি সুস্থ আছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজারহাট কাজিয়াল পাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷

Exit mobile version