Home Breaking News Lakshi Bhandar: লক্ষীর ভাণ্ডার, দুয়ারে রেশনের ‘গোপন রহস্য’ ফাঁস করলেন দিলীপ ঘোষ

Lakshi Bhandar: লক্ষীর ভাণ্ডার, দুয়ারে রেশনের ‘গোপন রহস্য’ ফাঁস করলেন দিলীপ ঘোষ

0

কলকাতা: অবশেষে লক্ষীর ভাণ্ডার, দুয়ারে রেশন প্রকল্পের গোপন রহস্য ফাঁস করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি৷ বুধের সকালে ইকোপার্কে প্রাত:ভ্রমণে এসে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষের দাবি, ‘‘উনি লোককে দেখাচ্ছেন আপনাদের জন্য আমি খুব ভাবি! কিন্তু মানুষ এটা চায়নি।’’

প্রশ্ন তুলেছেন, ‘‘কে পৌছাবে রেশন? ডিলারদের কোর্টে যেতে হল।’’ এরপরই বোমা ফাটিয়েছেন দিলীপ, ‘‘লক্ষীর ভাণ্ডার, দুয়ারে রেশন, এগুলো আসলে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।’’ কেজরিওয়ালের সরকারের প্রসঙ্গ টেনে এনে মনে করিয়ে দিয়েছেন, ‘‘ডিলারদের ভয় দেখিয়ে, চমকে বেশিদিন সরকার চালানো যায় না। দিল্লিতে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এই সব প্রকল্প।’’

পুরভোট স্থগিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার জন্যও রাজ্য সরকারকেই দায়ী করেছেন দিলীপ৷ প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া কর্পোরেশনের ভোটের কথা ঘোষণা করেছে কমিশন৷ সব পুরসভায় একসঙ্গে ভোট নয় কেন, জানতে চেয়ে ইতিমধ্যেই আদালতে গিয়েছে বিজেপি৷ তারই জেরে অনিশ্চয়তার মুখোমুখি পুরভোট৷ শাসকের অভিযোগ, বিজেপি ভয় পেয়েছে, তাই ভোটে যেতে চাইছে না৷

দিলীপের পাল্টা দাবি, ‘‘আসলে সরকার কথা শোনে না। তাই মানুষ কোর্টে যায় । পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করে সরকার। আমরা গোড়া থেকেই বলছি, সর্বত্র একসঙ্গে ভোট হোক। সেটা করলে আজ এই পরিস্থিতি তৈরি হত না৷’’

আরও পড়ুন: World Chicken Day: সস্তায় পুষ্টিকর খাদ্য, জেনে নিন কেন খাবেন চিকেন

আরও পড়ুন: Cheating: পুলিশের পরিচয় দিয়ে পুলিশকে বোকা বানিয়ে কলকাতায় তোলাবাজি, গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক

Exit mobile version