Home Breaking News BREAKING: বন্ধ রেলগেট, লাইনের মাঝে দাঁড়িয়ে ওলা গাড়ি, দু’দিক দিয়ে ছুটে চলেছে...

BREAKING: বন্ধ রেলগেট, লাইনের মাঝে দাঁড়িয়ে ওলা গাড়ি, দু’দিক দিয়ে ছুটে চলেছে ট্রেন

0

খড়দহ: রোমহষর্ক ঘটনার সাক্ষী থাকলেন রেলযাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই৷ বন্ধ রেলগেট, লাইনের মাঝে দাঁড়িয়ে ওলা অল্টো গাড়ি, দু’দিক দিয়ে ছুটে চলেছে ট্রেন! খড়দহে এমনই ঘটনার সাক্ষী থাকলেন নিত্যযাত্রীরা৷ হতবাক সকলেই৷ ঘটনায় রেলের গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন৷

রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে খড়দহ রেল স্টেশন সংলগ্ন ৯ নং রেলগেটে৷ সেখানে লাইনের মাঝে দাঁড়িয়ে ওলা অল্টো গাড়ি। তারমধ্যেই বন্ধ রেল গেট! আর লাইনের মাঝে দাঁড়িয়ে থাকা গাড়ির দুই পাশ দিয়ে ছুটে চলছে মেল ট্রেন!

শিউড়ে ওঠা এই ঘটনায় দেখে তাজ্জব হয়ে যান নিত্যযাত্রীরা। ঘটনায় রেলের গাফিলতির দিকেই প্রশ্ন তুলেছেন পথচলতি মানুষ থেকে রেলের নিত্যযাত্রীরা৷ তাঁদের কথায়, ট্রেন আসছে, গেট ম্যান যখন রেলের গেট বন্ধ করছিলেন তখন কি তিনি বিষয়টি খেয়াল করেননি? কিভাবেই বা গাড়িটি ঢুকে পড়ল? সকলেরই মতে, ঘটনায় গাফিলতির বিষয়টি স্পষ্ট৷ তবে অল্পের জন্য বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে সকলে৷

আশ্চর্যজনকভাবে, ঘটনার পর রেল গেট খোলা হলে ওলা চালক গাড়ি নিয়ে উধাও হয়ে যান৷ ‘চোর পালালে বুদ্ধি বাড়ে’র স্টাইলে পরে তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ৷ কিভাবে এমন ঘটনা ঘটল? গেট ম্যান জানান, ‘‘গাড়ি রেখে গাড়ির চালক চলে গিয়েছিল৷ ট্রেন চলে আসায় গেট বন্ধ করতে বাধ্য হই৷’’ পরে তাহলে ওই গাড়িটিকে আটকালেন না কেন? জবাব মেলেনি গেটম্যানের৷ অভিযোগ, রেলের এই উদাসীনতা ঢাকতে ঘটনার পরই লেবেল ক্রসিংয়ে নেমে পড়েন RPF জওয়ানরা। তাঁরা ছবি তুলতে বাধা দেন। যদিও পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন খড়দহ স্টেশনের রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বাংলায় ‘রাজ’ করতে ধেয়ে আসছে Cyclone Jawad, দোসর হিসেবে হাজির কোটালও

Exit mobile version