Home Breaking News লোকেশন ট্র্যাক করে ভুয়ো Visa, Passport চক্রের পাণ্ডাকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের...

লোকেশন ট্র্যাক করে ভুয়ো Visa, Passport চক্রের পাণ্ডাকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের এটিএস

0

নদিয়া: মোবাইল ফোন নম্বরের লোকেশন ট্র্যাক করে ভুয়ো ভিসা, পাসপোর্ট চক্রের পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ৷ নদিয়ার মায়াপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশে পুলিশের বিশেষ টিম এটিএস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রতন মণ্ডল৷ বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার সিঙ্গারকোন এলাকায়। বাংলাদেশী নাগরিকদের নকল ভারতীয় পাসপোর্ট, ভিসা তৈরি করে বিদেশে পাঠানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ মোবাইল ফোন নম্বরের লোকেশন ট্র্যাক করে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দির নগরী মায়াপুরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাঁকে হাতে নাতে গ্রেফতার করে এটিএসের সদস্যরা।

এটিএস সূত্রের খবর, সম্প্রতি তিন জন বাংলাদেশীকে নকল পাসপোর্ট ও ভিসা তৈরি করে বিদেশে পাচার করছিলেন অভিযুক্ত৷ দিল্লি এয়ারপোর্টের হাতে ধরা পড়ে মিঠুন মণ্ডল নামে এক যুবক৷ তাঁকে জেরা করেই পুলিশ চক্রের পাণ্ডা রতনের নাম জানতে পারে৷ তদন্তে নেমে এটিএস জানতে পারে, ধৃত রতন ও তাঁর অনুগামীরা দীর্ঘদিন ধরে ভারতীয়দের ভুয়ো পাসপোর্ট ও ভিসা তৈরি করে বাংলাদেশিদের বিদেশে পাচার করার কাজ চালিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে লাগাতার অভিযো চালিয়ে চক্রের পাণ্ডা রতন সহ ১০ জনকে পাকড়াও করেছে পুলিশ৷

কিভাবে মিলল রতনের খোঁজ? এটিএস সূত্রের খবর, তদন্তে রতনের নাম উঠে আসার পর থেকেই তার মোবাইল লোকেশন ট্র্যাক করছিলেন গোয়েন্দারা৷ সেই সূত্রেই গোয়েন্দারা জানতে পারেন, ২৬ অক্টোবরের পর থেকে অভিযুক্ত রতন মণ্ডল মায়াপুরের একটি অ্যাপার্টমেন্টে গা ঢাকা দিয়ে লুকিয়ে ছিল।

তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করার পর বিষয়টি জানতে পেরে মায়াপুরে এসে ঘাঁটি গেড়েছিল এটিএস বাহিনীর সদস্যরা। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার দুপুরে নবদ্বীপ আদালতে তাঁকে পেশ করে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় উত্তর প্রদেশ পুলিশের বিশেষ টিম এটিএস। আপাতত অভিযুক্তকে নিয়ে উত্তর প্রদেশের উদ্দেশে রওনা দিয়েছেন তদন্তকারীরা৷

আরও পড়ুন: স্বামী নির্যাতনের অভিযোগ, স্ত্রী ও শ্বশুরবাড়ির অত্যাচারে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

আরও পড়ুন: মদেই লক্ষ্মীলাভ রাজ্যের, সময়ের আগেই ১২ হাজার কোটির লক্ষ্য ছুঁল আবগারি দফতর

Exit mobile version