Putin: ৮ জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত, হঠাৎ কেন এত ক্ষেপে গেলেন পুতিন

0
42

মস্কো: ইউক্রেনে সেই শুরুর দিন থেকেই তাণ্ডব চালিয়ে আসছে রাশিয়া। দিনকে দিন আক্রমণের ধার বাড়িয়ে চলেছেন পুতিন (Putin)। কিন্তু তাতে-ও সন্তুষ্ট নন রুশ রাষ্ট্রপতি। ইউক্রেন দাবি করছে, গত কয়েকদিন ধরে সামরিক অভিযানে যে যে লক্ষ্য পুতিন (Putin) পূরণ করতে চেয়েছিলেন, তাতে ব্যর্থ হয়েছেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনের পথেই হাঁটছেন পুতিন, বিদেশিদের স্বেচ্ছাসেবক যোদ্ধা হওয়ার আহ্বান

- Advertisement -

এতেই চূড়ান্ত ক্ষিপ্ত রুশ রাষ্ট্রপতি। যার জের সরাসরি গিয়ে পড়েছে তাঁর শীর্ষ জেনারেলদের ওপর। মোট আটজন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে রাশিয়া। একই সঙ্গে গোয়েন্দাদের ওপর চূড়ান্ত ক্ষিপ্ত পুতিন (Putin)।

অবশ্য এ সমস্তটাই দাবি করছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের প্রতিরক্ষা সচিব ওলেক্সি দানিলভের বরাতে এক সংবাদ মাধ্যম জানিয়েছে, “এখনও পর্যন্ত ৮ জন জেনারেলকে পদচ্যুত করা হয়েছে। সেই সঙ্গে রাশিয়া তার যুদ্ধকৌশলের-ও পরিবর্তন ঘটিয়েছে।” দানিলভ আরও বলেন, “দুর্বল কৌশলের কারণে ইউক্রেনের ফেডারেল সিকিউরিটি সার্ভিস ফায়ারিং লাইনে রয়েছে।”

খাস খবর অ্যাপের লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

দানিলভের কথায়, “রাশিয়া ধারণা করতে পারেনি যে আমরা, ইউক্রেনীয়রা এতটা ঐক্যবদ্ধ জাতি।” বলেন, “রাশিয়ান ফেডারেশনে কী ঘটেছে, তা আমরা স্পষ্ট বুঝতে পারছি। আমি বলে দিতে পারি, তারা হতাশ। সে কারণেই নতুনদের নিয়োগ করা হয়েছে।” অন্যদিকে সাবেক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ফিলিপ ইনগ্রাম-ও এক সংবাদ মাধ্যমকে জানান, “পুতিন (Putin) এখন খুবই ক্রুদ্ধ। তিনি গোয়েন্দাদের দোষারোপ করছেন। এছাড়া এফএসবি’র ওপর-ও ক্রুদ্ধ রুশ রাষ্ট্রপতি।”