খাস ডেস্ক: ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ইউরোপিয়ান ইউনিয়নের নতুন সদস্যদের নাম ঘোষণা করলেন। ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ সদস্য হিসেবে নতুন নামগুলো ঘোষণা করা হয়েছে এঁদের একাংশ মহিলা। সূত্রের খবর, আগামী পাঁচ বছরের জন্যে এঁরা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে কাজ করবেন।
ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নে নারী ও পুরুষ সদস্যদের ভিতর সামঞ্জস্য রক্ষার জন্যে এই পরিবর্তন আনা হল। উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য মোট ২৭টি দেশ। নতুন যে সদস্যদের ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত করা হয়েছে এঁদের ভিতর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে ৬জন মহিলাকে অন্তর্গত করা হয়েছে।
সূত্রের খবর, ইউরোপিয়ান ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান হিসেবে অন্তর্গত করা হয়েছে কাজা কাল্লাসকে। লিথুয়ানিয়ার অ্যাড্রিয়াস কুবিলিয়াস ইউরোপিয়ান ইউনিয়নের প্রথম প্রতিরক্ষা কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন। ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার হিসেবে যাঁদের অন্তর্গত করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ফ্রান্সের বিদেশমন্ত্রী স্টিফেন সিজার্নি প্রমুখ। ইউরোপিয়ান ইউনিয়নের নতুন কমিশন কাজ শুরু করছে চলতি বছরের নভেম্বর মাসের গোড়া থেকে।