খাস খবর ডেস্ক: ওয়াকিটকি মামলায় দোষী সাব্যস্ত অং সান সু চি’কে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে মায়ানমারের জান্তা সরকার। এবারে সেই রায়ের তীব্র বিরোধিতা করল মার্কিন যুক্তরাষ্ট্র। ডেমোক্রেটিক নেত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবী জানিয়েছে তারা।
আরও পড়ুন: কাজাখস্তানে তিন অশুভ শক্তির বাড়বাড়ন্ত সহ্য করবে না চিন
নেড প্রাইস প্রাইস মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এক বিবৃতিতে সরাসরি বলেন, “সু চি’কে গ্রেফতার এবং শাস্তি প্রদান মায়ানমারে ন্যায়বিচার এবং আইনের শাসনের অবমাননা। তাই শুধু সু চি’কেই নয়, যে সমস্ত নির্বাচিত নেতাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে, প্রত্যেকের মুক্তির দাবী জানাচ্ছি।
পাশাপাশি মায়ানমারে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার আহ্বানও জানিয়েছেন প্রাইস। “ওই দেশের জনগণ যে আর একটি দিনও সামরিক শাসনে থাকতে চায় না, তা আমরা লক্ষ্য করেছি। এ বিষয়ে আমরা তাদের আমাদের সর্বোচ্চ সমর্থন দিয়ে যাব।”
আরও পড়ুন: মাত্র ৬ দিনের ব্যবধানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া, বিস্ফোরক দাবী দক্ষিণের
গত বছরের ফেব্রুয়ারি মাসে অবৈধ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর-ই সু চি’কে গ্রেফতার করে জান্তা। ইতিমধ্যে আরও ২ মামলায় আরও ৪ বছরের সাজাপ্রাপ্ত হয়েছিলেন ক্ষমতাচ্যুত নেত্রী। যদিও তার অর্ধেক মকুব করে দেন জান্তা-প্রধান মিং অন হ্লাইং। এছাড়া আরও একাধিক মামলা সু চি’র নামে রুজু। এই সবগুলিই যদি বিপক্ষে যায়, সেক্ষেত্রে হয়ত বাকী জীবনটা জেলের চৌহদ্দির ভেতরেই কাটাতে হবে ৭৬ বছরের জননেত্রীকে।