খাসডেস্ক: ইজরায়েলকে (ISRAEL) লক্ষ্য করে পরপর ৪০০ মিসাইল ছুঁড়েছে ইরান। বেঞ্জামিন নেতানহুর দেশে আক্রমণ ঠেকাতে ‘ব্যর্থ’ UN সচিব আন্তোনিও গুতেরসের উপর নিষেধাজ্ঞা জারি করল ইজরায়েল। জানালেন ইজরায়েলের বিদেশমন্ত্রী কার্তজ। “ইজরায়েলের উপর এই জঘন্যতম আক্রমণের যিনি নিন্দা করতে পারেন না, সেই দেশের মাটিতে তাঁর পা রাখার অধিকার নেই।“ বললেন কার্তজ। তিনি আরও বলেন, “ইজরায়েল তাঁর নাগরিকদের রক্ষার পাশাপাশি দেশের মর্যাদা রক্ষার চেষ্টা করবে। সঙ্গে আন্তোনিও থাকুন বা না থাকুন।“
আরও পড়ুন: মহালয়ার দুপুরে নির্যাতিতার বাড়িতে সিবিআই টিম, কথাবার্তা চলল বেশ কিছুক্ষণ
ইরান ইজরায়েলকে লক্ষ্য করে ৪০০ টি মিসাইল ছোড়ার পর এমন কড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করে ইজরায়েল। এদিকে ইরানের মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তার নিন্দা করেছেন UN সচিব গুতেরস। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “ মধ্যপ্রাচ্যে যে সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। এটা অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন। আমাদের সংঘর্ষ বিরতির প্রয়োজন।“
আরও পড়ুন: মিড ডে মিল ডেকে আনল ‘বিপদ’, মহারাষ্ট্রের এক বেসরকারি স্কুলে অসুস্থ ৪৫ জন শিশু
ইরান মিসাইল হানা শুরুর পর ইজরায়েলের (ISRAEL) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহু (BENJAMIN NETANYAHU) মঙ্গলবার রাতে একটি বৈঠকে যোগদান করেন । সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ রাতে ইরান একটি বড় ভুল করে ফেলল। এর জন্য তাকে মূল্য চোকাতে হবে।“ সেদিন সন্ধ্যাতেই ইরান ২০০ মিসাইল ছোড়ে। মিসাইল হানার পর ইরানের (IRAN) আকাশ জুড়ে কমলা রঙের আভা দেখা যায়। বেজে ওঠে সাইরেন। ইজরায়েলের বাসিন্দারা দ্রুত বম্ব শেল্টারে আশ্রয় গ্রহণ করেন।