খাস ডেস্ক: ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরে ইউরোপে যে সঙ্কট দেখা দিয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এর আগে কখনও দেখা যায়নি। বিশ্বের শান্তিপ্রিয় নাগরিকরা চান এই যুদ্ধের অবসান। ভারতও যুদ্ধবিরোধী। এদিকে ক্রেমলিন সেসবে কর্ণপাত করছে না। উল্টে লাগাতারভাবে রাশিয়ার সেনা ছবির মতো সুন্দর দেশ ইউক্রেনে একের পর এক হামলা চালিয়ে নিরীহ নাগরিকদের প্রাণহানির কারণ হয়ে উঠেছে।
সারা বিশ্বের যুদ্ধবিরোধী মানুষের আর্জি সত্ত্বেও রাশিয়া নিরীহ ইউক্রেনীয়দের নির্বিচারে হত্যা বন্ধ করবে, এরও তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। সূত্রের খবর, শুক্রবার সারারাত ইউক্রেন কেঁপে উঠেছে রাশিয়ার চালানো ড্রোন হামলায়। এর আগের হামলাগুলোতে নিরীহ নাগরিক, বিশেষত মহিলা ও শিশুদের মৃত্যু হলেও নতুন করে যে হামলার ঘটনা ঘটেছে তাতে এপর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।
সূত্রের খবর, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়া দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে। মোট ৬৭টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ৫৮টি ড্রোন লক্ষ্যবস্তুকে আঘাত করায় শনিবার ভোরের আলো ফুটতেই দেখা যায় ধ্বংসের ছবি। রাতভর সাধারণ নাগরিকরা ছিলেন আতঙ্কিত। এদিনও সেই আতঙ্কের রেশ থেকে গিয়েছে।
রাশিয়া এই হামলার কথা স্বীকার করেছে। এদিন সকালে বায়ুসেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার সারারাত ইউক্রেনের ১১টি এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। একইসঙ্গে রাজধানী কিয়েভেও চলেছে হামলা। এর জেরে মধ্য কিয়েভের একাংশ ক্ষতিগ্রস্ত। উল্লেখ্য, ২০২২ সাল থেকে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালাতে যে ড্রোনগুলো ব্যবহার করছে তা ইরানের তৈরি। পাশাপাশি লাগাতারভাবে মিসাইল হামলাও চলছে।