মস্কো: বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। এই অবস্থায় মানুষকে নয়া প্রতিকূলতার সম্মুখীন করতে চলেছে প্রকৃতি। প্রবল কম্পনে কেঁপে উঠল ভূমি। সেই সঙ্গে জারি করা হল সুনামি সতর্কতা।
ঘটনাটি রাশিয়ার কুরিল দ্বীপ এলাকার। বুধবার ভোরের দিকে ওই দ্বীপে পেবল ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। করোনা আতঙ্কের মাঝেই এই বিপর্যয় বড় জটিলতা সৃষ্টি করেছে মস্কোর কাছে।
করোনার থাবা থেকে মুক্ত নয় রাশিয়া। ওই দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০ ছুঁই ছুঁই। এরই মাঝে এদিন ভোরে কেঁপে ওঠে রাশিয়ার কুরিল দ্বীপের মাটি। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৭.৮। ঘন জনবসতিপূর্ণ এলাকা না হওয়ায় এখানে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। রাশিয়ার পূর্ব উপকূলের কাছে অবস্থিত এই দ্বীপে ছোট-বড় প্রায় ৫৬টি আগ্নেয়গিরি রয়েছে। মনে করা হচ্ছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেই ভূমিকম্প হয়েছে রাশিয়ায়।
এই ভূমিকম্পের ফলে সিঁদুরে মেঘ দেখছেন আবহবিদরা। কারণ, এর ফলে বড়সড় সুনামি আসতে পারে বলে মনে করছেন তাঁরা। এর আগে রাশিয়ায় এই মাত্রার ভূমিকম্পে সুনামি হয়েছিল। তাই এবারও বিশেষজ্ঞরা সুনামির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। সেই কারণে রাশিয়ার পূর্ব উপকূলে জারি হয়েছে সুনামির সতর্কবার্তা। বিশেষ করে হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামির সম্ভাবনা প্রবল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।