খাস খবর ডেস্ক: বর্তমানে বিশ্বের এক নম্বর দূরবীক্ষণ যন্ত্র জেমস ওয়েব টেলিস্কোপ। সোমবার এটি পৃথিবী থেকে ১০ মাইল দূরে নিজ গন্তব্যে পৌঁছতে সক্ষম হয়েছে। এমনই খবর সামনে নিয়ে আসছে NASA।
গত ২৫ ডিসেম্বর ভারতীয় সময় বিকেল ৫টা ৫০ নাগাদ মহাকাশে নিজ গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেয় জেমস ওয়েব টেলিস্কোপ। অর্থাৎ যাত্রাপথে সময় লাগল দীর্ঘ একটি মাস। এবারে মহাকাশ গবেষণা আরও সুদূরপ্রসারী হয়ে উঠবে বলে আশা করছে বিজ্ঞানী মহল।
প্রখ্যাত বিজ্ঞানী জেমস ওয়েবের নামে এই টেলিস্কোপের নামকরণ। যাকে সংক্ষেপে সকলে ওয়েব বলে ডাকছে। জানা গিয়েছে, ৪টি যন্ত্রের সমন্বয়ে ছবি তুলবে ওয়েব। যার কভারেজে থাকবে ০.৬ থেকে ২৮ মাইক্রনের তরঙ্গদৈর্ঘ্য। এর ফলে কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্রহ, নক্ষত্র, ছায়াপথকে পর্যবেক্ষণ করা-ও কোনও ব্যাপার হবে না। এর আগে একই কাজ করত হাবল টেলিস্কোপ। কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ হাবলের থেকে ঢের বেশি শক্তিশালী।
একমাসের দীর্ঘ যাত্রাপথে সূর্যের তাপে ওয়েব যাতে পুড়ে না যায়, সে চিন্তা ছিল NASA -র। তবে এখন আর কোনও চিন্তা নেই। কারণ টেলিস্কোপটি ইতিমধ্যেই ল্যাগ্রেঞ্জ পয়েন্ট (L-2) তে এসে পৌঁছেছে। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হল এমন এক অবস্থান যেখানে কোনও বস্তুর ওপর সূর্য এবং পৃথিবীর অভিকর্ষজ প্রভাব সমান থাকে। মহাকাশযান বা কোনও যন্ত্রের ক্ষেত্রে এতে জ্বালানি খরচ কমে যায়। সোমবার ২টো ৫ মিনিটে ল্যাগ্রেঞ্জ পয়েন্টে নিজ গন্তব্যে পৌঁছেছে ওয়েব। এবার টানা ১০ বছর সে নিজের অনুসন্ধান চালাবে বলে জানাচ্ছে NASA।