বেজিং: জোর আস্থা প্রকাশ করছে কমিউনিস্ট চিন৷ দেশের কমিউনিস্ট সরকার দাবি করেছে, করোনা ভাইরাসের মহামারী খুব দ্রুতই শেষ হবে৷ তার পরেই দেশের অর্থনীতিও শিগগিরই আবার শক্তিশালী হয়ে উঠবে। চিনা বিদেশ মন্ত্রকের ভাইস মিনিস্টার ছিন ক্যাং শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে একথা বলেছেন।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখন শেষ হয়ে যাবে, তখন দ্রুত গতিতে উপভোক্তাদের চাহিদা বাড়তে থাকে এবং সে অনুযায়ী অর্থনীতি আবার শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবে।
করোনা ভাইরাসের মহামারী মোকাবিলায় চিনের পদক্ষেপের প্রতি জোরালো সমর্থন জানিয়েছিলেন বিদেশমন্ত্রী ওয়াং ই৷ তিনি মার্কিন সরকারের সমালোচনা করে বলেন, করোনা ভাইরাস নিয়ে আমেরিকা অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াং ই বলেন, “করোনা ভাইরাস পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এটি সত্যিই আকস্মিক সমস্যা এবং চিন ও সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।” তিনি দাবি করেন, চিন করোনা ভাইরাসের মোকাবিলায় যেসব পদক্ষেপ নিয়েছে, তা বিশ্বের অনেক দেশের জন্যই কঠিন হত।