28 C
Kolkata
Wednesday, October 9, 2024
Home আন্তর্জাতিক ৩০ বছরেও নেভেনি আগুন, ৬২ বছর আগের ঘটনায় জনমানব শূন্য শহর

৩০ বছরেও নেভেনি আগুন, ৬২ বছর আগের ঘটনায় জনমানব শূন্য শহর

খাস ডেস্ক: ৬২ বছর আগে ঘটা এক ঘটনায় আজও জনমানব শূন্য শহরটি। অতীতে এক সময় খনিতে ভরা ছিল এই শহর। সে সময় এ শহরটি জনগণের আওয়াজে মেতে থাকত। কিন্তু আচমকাই একদিন আগুনে ছেয়ে যায় গোটা শহরটি। চারিদিকে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস আর ধোঁয়া। সে সময় সেখান থেকে পালিয়ে প্রাণে বেঁচে ছিলেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে এটি মানবহীন ভূতুড়ে শহর।

- Advertisement -

এটি সুদূর আমেরিকার (America) পেনসিলভেনিয়ার (Pennsylvania) সেন্ট্রালিয়া (Centralia) শহর। ১৯৬২ সালের মে মাসে ভয়াবহ আগুনে গ্রাস করে এই শহরটিকে।  আগুনের উৎস জানা না গেলেও তার প্রভাব ছিল ভয়ানক। এই বিপর্যয়ের আগে এক উন্নয়নশীল শহরই ছিল এটি। তবে এই দুর্ঘটনার পর জনমানব শূন্য হওয়ায়, এই শহর ভূতুড়ে শহর নামেই বর্তমানে পরিচিত।

- Advertisement -

জানা গিয়েছে, পেনসিলভেনিয়ার (Pennsylvania) প্রশাসন আগুন নেভাতে সবরকম চেষ্টা করেছিল। কিন্তু, আগুনকে নেভানো যায়নি সেসময়। সেই আগুন নেভাতে প্রায় ৩০ বছরে সময় লেগে গিয়েছিল। এমনকি তা করতে প্রায় ৭ মিলিয়ন ডলার খরচও করেছিল পেনসিলভেনিয়ার প্রশাসন। তবে শেষে ১৯৯০ সালে হাল ছেড়ে দেয় এই শহরের প্রশাসন। এই বিষয়ে ওই শহরের প্রশাসনিক আধিকারিকরা বলছেন, নিয়ন্ত্রণ করা না গেলে এই আগুন আরও একশো বছর জ্বলবে।

গত তিন দশকে পর্যটকদের কাছে এই শহরটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। শহরের রাজপথে আঁকা সুন্দর দৃশ্য মুগ্ধ করে দেয় পর্যটকদের। এখানকার চিত্রশিল্পীরাই রাজপথে মুগ্ধ করা এই সমস্ত চিত্র এঁকেছিলেন। কিন্তু, ২০২০ সালে করোনার সময় পর্যটকদের আটকাতে রাজপথের দায়িত্বে থাকা সংস্থা ময়লা দিয়ে রাস্তা ঢেকে দেয়। যার জেরে স্তব্ধ হয়ে যায় পর্যটক ভ্রমণ।

- Advertisement -

আরও জানা গিয়েছে, ১৮৬৬ সালে গড়ে উঠেছিল এই শহরটি। খনিজ শিল্পে ভর করেই এগিয়ে যেত এই শহরের অর্থনীতি। সে সময় হাজার হাজার মানুষ কাজ পেয়েছিলেন এই খনিতে। এরপর আমেরিকার আর্থিক অবনতির জেরে সেন্ট্রালিয়ার একাধিক খনি বন্ধ হয়ে যায়। ১৮৯০ সালে এই শহরের বাসিন্দার সংখ্যা ছিল ২৭০০। তাঁদের প্রত্যেকেই কোনও না কোন খনির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু, ১৯৬২ সালের লাগা ভয়াবহ আগুন যেন সেন্ট্রালিয়ার (Centralia) শেষের শুরু।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

“কিছুই জানি না, আমি কিছু করিনি হুজুর”, চার্জশিটের প্রতিলিপি পড়ে আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয়ের প্রতিক্রিয়া

খাসডেস্ক:  সোমবার আরজি কর (R G KAR) ঘটনার ৫৮ দিনের মাথায় কোর্টে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হল আরজি...

‘অপ্রত্যাশিত ফল, মানা সম্ভব নয়’, হরিয়ানা ভোটের রেজাল্ট নিয়ে মন্তব্য কংগ্রেসের

খাসডেস্ক: অপ্রত্যাশিত ফল। পার্টি ভোটের এই ফল মানছে না। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা কংগ্রেসের (CONGRESS) । গণনার শুরুর কিছু পরে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনকে চিঠি...

পুজোয় চুলের-ত্বকের জেল্লা বাড়াতে, জেনে নিন ডিমের ব্যবহার

কলকাতা: ত্বক এবং চুলের যত্নে ডিমের জুরি মেলা ভার। তাই ত্বকের যত্ন নিতে ডিম এক অন্যতম ভূমিকা গ্রহণ করে। ডিমের কুসুম থেকে শুরু করে...

৭ বছর পর ফিরে এল টি-২০’র থেকেও ধামাকাদার ক্রিকেট, বিশ্বজয়ের লড়াইয়ে ভারতও

স্পোর্টস ডেস্ক: ৭ বছর পর আবারও শুরু হতে চলেছে হংকং ক্রিকেট সিক্সেস (Hong Kong Cricket Sixes)। আর ১২ বছর পর সেখানে আবারও দেখা যাবে...